ভুল বার্তায় ভরে আছে ইনবক্সের আপাদমস্তক
তোমাকে পাঠানোর আশায় তৈরি করেছিলাম
যে সব মোহময় তীব্রতায় ভরা মেসেজ
চালান হয় নি একটাও সেইসব
বসন্ত পেরিয়ে যাচ্ছে নীরবে ঘাসে ঢাকা আলপথ বেয়ে
ভুল পুষ্পের কাছে নিবেদন করেছি প্রেম
যার কন্দরের রেণু অনেক আগেই পায়ের রোমে
গেঁথে নিয়ে প্রবাসজীবনে গেছে অজানা ভ্রমর
ভুল কথকতা, ভুল কূজন বুঝে ফেলা যায় অবলীলায়
চোখের তারায় তীব্র চোখের আলো ফেললে
তঞ্চক চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয় নাটকীয় কায়দায় ৷
দিনশেষে ঘরে ফেরার সময় বাসন্তী সন্ধ্যা
আকাশের পাদদেশ আবিরে রাঙিয়ে রাখে
ডুবো মেঘের অতলান্ত থেকে উঠে আসে
সন্ধ্যার নিয়মিত তরুণ আঁধার
কোনোই আহ্বান থাকে না সান্ধ্যমেঘের উতল প্রতীক্ষায়
No comments:
Post a Comment