আমি তিয়াত্তর সালের ওল্ড হায়ার সেকেন্ডারি ( নবম,দশম,একাদশ ) । অক্ষয়কুমার বড়ালের 'মধ্যাহ্নে' কবিতাটি আমাদের পাঠ্যসূচিতে ছিল । গল্পকার মানিক চক্রবর্তী ও দেবতোষ চৌধুরী ( জুলাই হায়ার সেকেন্ডারি স্কুল ) ছিলেন আমাদের বাংলার শিক্ষক । ক্লাশ টেনে মানিক স্যর অসাধারণ বর্ণনায় পড়াতেন কবিতাটি । ইলাভেনে রিভিশনের সময় দেবতোষ স্যর আবার পড়িয়েছিলেন। আজো মনে আছে ।