আহা ! একটি হারিয়ে যাওয়া ঘরগেরস্থালির শব্দ ৷ সারা বছরের খোরাকি ধান ও বীজধান রাখা হত সময়ে ব্যবহারের জন্যে ৷ এই ভাঁড়ারঘরই হল 'উগার' ৷ ছাই ফেলতে ভাঙা কুলোর মতো গেরস্থালির স্বল্পপ্রয়োজনীয় কিছু কিছু জিনিসের ঠিকানা ছিল এই 'উগারের তলে' ৷ আবার ছিঁচকে চোর গেরস্থবাড়িতে পেশাগত কিংবা নেশাগত উদ্দেশ্যসাধন করতে গিয়ে বেকায়দায় পড়লে আত্মরক্ষার জন্যে উগারের তলায় আশ্রয় নিত ৷ বাংলার লোককাহিনিতে আছে বোকা জামাই লোভ সামলাতে না পেরে রাতের আঁধারে পায়েসের হাঁড়িতে মাথা ডুবিয়ে দিশেহারা হয়ে লোকলজ্জার ভয়ে উগারের তলায় আশ্রয় নিয়েছিল ৷ 'উদ্বৃত্তাগার' অর্থাৎ যে গৃহে বাড়তি জিনিস রাখা হয় ৷ এই শব্দটি ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে হয়েছে 'উগার' ৷ আঞ্চলিক বাংলার এমন বহু মজাদার শব্দ আজ হারিয়ে যেতে বসেছে ৷
বাংলাদেশের বিজয়দিবসে একটি লুপ্তপ্রায় বাংলা শব্দকে অর্গলমুক্ত করার প্রয়াস নিলাম ৷
Friday, December 15, 2017
* উগার *
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment