বিলোনিয়া মহাবিদ্যালয় ও আমার সময়
Dibakar Debnath আপনার লেখাটি পড়ে আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি ৷ আপনাদের কাল আর আমাদের কালে বোধহয় খুব বেশি ফারাক ছিলনা ৷ তাই দৃশ্যপট মিলে গেছে অনেকটা ৷ একটা তিক্তকর পরিস্থিতির মধ্য দিয়ে আমি সেদিন কলেজে প্রথম প্রবেশ করেছিলাম ৷ ভর্তি হয়ে যেদিন প্রথম ক্লাস করার জন্যে দূরের চাম্পাকাম্পা হাফওয়াল ঘরটাতে ঢুকি তার কিছুক্ষণ পরেই হৈ হৈ করে আমাদের বের করে নিয়ে আসা হল প্রিন্সিপাল রুমের সামনে ৷ তাঁকে নাকি ঘেরাও করা হবে ৷ সে বছর বিলোনিয়া কলেজ সরকার অধিগ্রহণ করে ৷ অথচ পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে পাঠরত এবং নবীন সব ছাত্রছাত্রীদের কাছ থেকে উন্নয়ন তহবিলের নামে কুড়ি টাকা করে নেওয়া হয়েছে ৷ এটাকা ফেরত দিতে হবে ৷ দাবি জানাতে গিয়ে একসময় ছেলেরা প্রিন্সিপাল বি এন ঘোষালকে শারীরিক নিগ্রহও ৷ ধুতি ও সাদা পাঞ্জাবি পরা লম্বা ফর্সা বীরেন্দ্রনাথ ঘোষাল মহোদয় জোড়হাত করে কেঁদে ফেলেন ৷ পরে জেনেছে তিনি যাঁকে পুত্রবৎ স্নেহ করতেন এবং বাবা বলে সম্বোধন করতেন সেই ছাত্রনেতাটিই এই আন্দোলনের নেতৃত্ব দেয় ৷ প্রিন্সিপাল স্যর ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে কথা বলে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন ৷ তার পরদিন থেকে তাঁকে আর কলেজে দেখিনি ৷ শোনা যায় অপমানে তিনি চাকরি ছেড়ে চলে যান ৷ আমাদের টাকাগুলো আর কেউ ফেরত পায়নি ৷ প্রচার হয় এ টাকা উনি মেরে দিয়েছেন ৷ কেউ কেউ বলেন সে টাকা বেড়ালের পিঠে ভাগের মতো অন্য একপক্ষ গায়েব করে দিয়েছেন ৷
মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমি রবাহুত হয়ে উপস্থিত হয়েছিলাম ৷ সে অনুষ্ঠানের বিলোনিয়ার এক ওজনদার জনপ্রতিনিধি ভাষণ দিতে উঠে কলেজ সৃষ্টির কথা বলতে গিয়ে এই মহাবিদ্যালয়ের জনক মহেন্দ্র মুহুরীর কথা একবারও উচ্চারণ করেননি ৷ এই মহাবিদ্যালয়ে আমি ১৯৭৩—৭৬ পড়েছিলাম ৷ বহু গুণী অধ্যাপকদের মধ্যে অরূপরতন স্যরের সঙ্গে এখনও যোগাযোগ নিবিড় রয়েছে ৷ দুবছর আগে গেছিও তাঁর বাড়িতে ৷ পরিতোষ স্যরেরও খবর পাই ভাষাচার্য ড. পবিত্র সরকার মারফত ৷ আর যদি আত্মশ্লাঘা না হয় ইতিহাসের প্রয়োজনে লিখি ৷ আপনি যে শান্তিনিকেতন কম্প্লেক্সটার কথা উল্লেখ করলেন সেখানে সিঁড়িতে পা দিয়ে করিডরে ঢুকলে ডানদিকে দুটো রুম ছিল আর বাঁদিকে পরপর কয়েকটা ক্লাসরুম ছিল ৷ সিঁড়িতে পা দেওয়ার আগে ডানদিকের রুমের চুনকামহীন দেওয়ালের গায়ে একদিন দুস্টুমি করতে গিয়েই চক দিয়ে লিখে ফেলেছিলাম শান্তিনিকেতন ৷ আসলেই সেদিন গোটা মহাবিদ্যালয় চত্বর শান্তিনিকেতন ছিল ৷❤️💝
No comments:
Post a Comment