Wednesday, March 24, 2021

আত্ম অনুভব

আহা ভালোবাসা, স্নেহ প্রেম মায়া মমতা

 সোস্যাল মিডিয়ার কল্যাণে আজকাল জন্মদিনটা সকলের মনে পড়ে ৷ মনে করিয়ে দেয় ৷ কাছের দূরের সমগ্র ভুবনপল্লী থেকে অগণিত শুভেচ্ছা ভেসে আছে ৷ আত্মীয়-স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, ই-বন্ধু, সাহিত্য-সংস্কৃতিকর্মী, স্নেহভাজন ছাত্রছাত্রী কে না আছেন এর মধ্যে ৷ শুভেচ্ছার পর আবার সবাই ডুবে যান স্ব স্ব কর্মক্ষেত্রে ৷ এভাবেই গড়ায় জীবন ৷ আবার বছর ঘুরে ৷ 

হঠাৎ এক উচ্ছন্ন ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে ৷ করাল মৃত্যু হানা দিয়ে ঢুকে পড়েছে জনপদে, শহরে, প্রান্তরে, বস্তিতে, বন্দরে ৷ ভুবনবন্ধনে আবদ্ধ মানুষ অসহায় চোখে তাকাচ্ছে একে অন্যের দিকে ৷ চোখের জলে  ঝাপসা দৃষ্টিতে মৃত্যুর নৃশংস তান্ডব দেখতে হচ্ছে ৷ বুক ভেঙে যাচ্ছে ৷ করার কিছুই নেই ৷

স্বাস্থ্যবিশেষজ্ঞ, বিশ্বচিন্তাবিদ, রাষ্ট্রনায়ক, জননায়কগণ রাতদিন এক করে অগ্রণী সেনানায়কের মতো নির্ভীক দায়িত্ব পালন করছেন,  নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন মানুষের প্রাণ রক্ষার জন্যে ৷ সভ্যতাকে টিঁকিয়ে রাখার জন্যে ৷ সংযম ও প্রতীক্ষা ছাড়া এ থেকে কোনো পরিত্রাণ নেই ৷ এই মারণ অনুজীবের হাত থেকে রক্ষা পেতে হলে শূন্যের মাঝে বানানো এই ঘরই আজ একমাত্র ভরসা ৷ আর ভরসা রাখতে হচ্ছে যথাযথ নির্দেশের উপর ৷ মেনেই নিতে হচ্ছে লক-ডাউন ৷ নিজের জন্যে ৷ পরিজনের জন্যে ৷ প্রিয়জনের জন্যে ৷ প্রতিবেশীর জন্যে ৷ সমাজের জন্যে ৷ দেশের জন্যে ৷ বিশ্বের জন্যে ৷ এই অশনিকাল উত্তরণের পর আবার মানুষের গান গাইবার জন্যে ৷ আবার জাগরণী গান শোনার জন্যে ৷

এই আত্মনির্বাসনের কালেও আবার জন্মদিনের মতোই অজস্র শুভবার্তা, শুভবাদ ভেসে আসছে সেই জন্মদিনের মতো ৷ উৎকণ্ঠা, উপদেশ আর পরামর্শ মাখানো ৷ অজস্র জীবন অনিকেত সংকটের মধ্যে থেকেও হাজারো হাত বাড়িয়ে দিচ্ছে আর একটি ক্ষীয়মান জীবনের দিকে ৷ এই তো জীবন ৷ এই তো মানববন্ধন ৷ আহা! ভরে যাচ্ছে হৃদয় আমার  ! তাইতো মানুষ আমরা ৷ মানব আমরা ৷ তাইতো মনে হয় এই উন্মাতাল নটরাজনৃত্য শুধুমাত্র খন্ডকালের অন্ধকার ৷ একদিন সব আঁধার ঘুচে যাবে ৷ 
    
শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ৷ যে মহাবাক্য উচ্চারিত হয়েছিল একদিন আজও এসেছে আবার সেই বাণী উচ্চারণের ক্ষণ ৷ অমৃতের পুত্রগণ আমরা ৷ আমরা বসুধার সন্তান ৷একে অন্যের কুটুম্ব ৷ একে অন্যের ভ্রাতা ও ভগিনী ৷ হয়তো ভূখন্ড আলাদা ৷ কিন্তু একই আর্তভূমির সন্তান ৷ এতো কষ্টে এতো কৃচ্ছ্রতায় আমরা ভালো আছি ৷ আমিও ভালো আছি আরও আরও  ভালো থাকার জন্যে ৷ আরো আরো বহুযুগ আমাদের সন্ততি ভালো থাকার জন্যে ৷ শুধু ভাবনা হয় নেইঘরদের জন্যে ৷ যাদের আবাস নেই ৷ যারা গাছতলায় থাকে ৷ ফুটপাথে থাকে ৷ খোলা আকাশের চাঁদোয়া যাদের ঘরের ছাউনি ৷ তাদের জন্যে ৷ না জানি কেমন আছে তারা! তাদেরও আশ্রয় হোক ৷ এই শুধু আর্তি ৷

Tuesday, March 2, 2021

MY PENSION

FOR FEB21 : BP=40500 DA=00 COMM=6300 FMA= 500 NET = 34700



FROM MAR21 : BP= 40500 DA=1225 REC=00 COMM=6300 DIS=00 IR=00 OLD=00 FMA=500 TDS=00 NET=35925 PNBHOGBD

Saturday, February 6, 2021

আত্ম অনুভব

মাঝে মাঝে কিছু উইশ আসে' স্যার, আমি আপনার ছাত্র/ছাত্রী ৷ কেমন আছেন ৷অনেকদিন দেখি না ৷ অনেক দূরে আছি স্যার ৷বাড়ি যাওয়া হয় না ৷ ভালো থাকবেন স্যা র৷' এ ধরনের আরো কুশল বাক্য ৷ কারো চেহারাও মনে করতে পারি না ৷ তবু মনে হয় এসবই যেন আমার সন্ততির কন্ঠস্বর ৷ নস্টালজিক বার্তা ৷ ভারি হয়ে আসে নিঃশ্বাস ৷ আমারই যদি এমন হয়, কেমন অনুভব করেন তাদের আত্মজনেরা ৷ ফেলে আসা পেশাটায় যেমন তৃপ্তি আছে, স্বীকৃতি আছে তেমনি একটা অন্তর্দ্বন্দ্বও রয়েছে ৷রয়েছে বিরহকাতরতা বহুজনের সাথে ভাগ করে নেবার ৷ আর এই অনুভব আমার সৃষ্টিতেও আসে ৷

Tuesday, January 12, 2021

সং। ক্রা। ন্তি

সংক্রান্তি

অশোকানন্দ রায়বর্ধন

তোমার হাত কী মোহনীয় হয়ে উঠবে এই সংক্রান্তির সন্ধ্যায়
নিকোনো উঠোন আলপনায় রাঙানো হয়ে গেলে ক্লান্ত হাত
পড়শির পরশ চাইবে নিভৃতে অন্তত প্রশংসামুখর দুচোখ
যেমন মাহেন্দ্রসূর্য কুসুমশোভন হাসিতে স্বচ্ছ উঠোনে বুলোবে চোখ

পিটুলিগোলার রঙ ভেসে উঠতেই
তোমাকেও মনে হয় সেজে উঠেছ
মাঘসকালের দোরগোড়ায় দাঁড়িয়ে
বুড়ির ঘরের সামনে যেন আগুন আর
উত্তাপের একমাত্র পরিষেবাপুষ্ট
রক্তিম আঁচের স্নেহময় আভায় একমাত্র 
তুমি যেন সুন্দরী হয়ে ওঠো কুয়াশাভোরে 

পৌষের শেষ সকাল এভাবেই প্রাতঃভ্রমণ সারে তোমাকে নিয়ে ৷

Sunday, January 10, 2021

জন্মদিনে

জন্মদিনে কী আর আমি........

' কিবা বার্তা কি আশ্চর্য পথ বলি কারে
কোন্ জন সুখী হয় এই চরাচরে' ৷
মহাভারতের একটি কাহিনিতে আছে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে কটি প্রশ্ন করেছিলেন ৷ বার্তা কী,  আশ্চর্য কী, পথ কাকে বলে আর এ সংসারে কে সুখী?  যুধিষ্ঠির সব কটি হেঁয়ালিমূলক প্রশ্নের দুর্দান্ত দার্শনিক উত্তর দিয়েছিলেন ৷  কী আশ্চর্য বলতে যুধিষ্ঠিরের জবাব ছিল-প্রতিদিন প্রতিনিয়ত এত প্রাণীকুল মারা যাচ্ছে এবং এটাই হল নিয়তি, চিরন্তন পরিণতি ৷ মানুষ সর্বক্ষণ এই চিরন্তন ধারাকে দেখে আসছে ৷ তথাপি মানুষ বেঁচে থাকার জন্যে কী আকুল ৷ এটাই হল আশ্চর্য ৷
     আমাদের এক একটা জন্মদিন আমাদের এগিয়ে নিয়ে যায় ইতিদিনের দিকে ৷ আমরাও জানি তার পরিণতি ৷ পরিণতও হই আমরা ৷ আমরা জন্মদিনকে পালন করি ঘটা করে ৷ শুভেচ্ছা,ভালোবাসা, আশীর্বাদে ভরে যায় জন্মদিনের পরিমন্ডল  দীর্ঘায়ুর  চিরপথ ৷ আমরা চাই প্রতিটি মানুষ চিরজীবিত হোক ৷ নির্মল আমাদের বাসনা ৷ 'মলিন মর্ম মুছায়ে' ৷ এক আন্তরিক রেওয়াজ আমাদের জীবন ঘিরে ৷ একের জন্মদিনে আসে অজস্র শুভকামনা ৷ প্রিয়জনের জন্মদিনেও প্রতিবিম্বিত হয় সেই শুভায়ুর বাসনাসুষমা ৷ 
        বর্ষপঞ্জীনির্ধারিত ক্ষণ অনুযায়ী আজ আমার জন্মদিন ৷ সারাদিনব্যাপী অজস্র ফোন, মুখোমুখি শুভেচ্ছা, সামাজিক মাধ্যমে শুভতোষ বার্তার বন্যা বয়ে গেছে ৷ আমি ভেসে গেছি সেই বানে ৷ আরও আরও বহুকাল বেঁচে থাকার, আরও আরও বেশি করে জীবনকে ছুঁয়েছেনে দেখার সুতীব্র কাঙ্ক্ষা জাগছে ৷ চিরসুন্দর জীবন কতো সুন্দর ৷ 
       তবে আনুষ্ঠানিক জন্মদিন পালন আমার কোনোদিন হয়নি ৷ আমার সন্তানদেরও জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করিনি কোনদিন ৷ কিন্তু আমার জন্মদিনকে কেন্দ্র করে এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি আজ সন্ধ্যায় ৷ আজ সকালের ট্রেনে রওনা হয়ে কুমারঘাট হয়ে সন্ধ্যায় এসে পৌঁছেছি কাঞ্চনপুর 'অণুভাবনায় সাহিত্য উৎসব' এ যোগ দিতে ৷ বনতটের সম্পাদক হারাধন বৈরাগি,রসমালাইর অমলকান্তি চন্দ এবং দোপাতার দিব্যেন্দু নাগের যৌথ উদ্যোগে আগামীকাল কাঞ্চনপুর ডাকবাংলোর কনফারেন্স হলে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের ৷   সন্ধ্যায় পৌঁছার সঙ্গে সঙ্গে রাজ্যের একঝাঁক গুণী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গল্পকারদের মধ্যে দেবব্রত দেবরায়, সস্ত্রীক শ্যামলবৈদ্য ও পার্থ ঘোষ, বিমল চক্রবর্তী, অপাংশু দেবনাথ,  জহর দেবনাথ, নিশীথরঞ্জন পাল, অভিককুমার দে, জয় দেবনাথ, বিজন বসু, সাচিরাম মানিক, চন্দনকুমার পাল, বাংলাদেশ থেকে আগত জাকির আহমদ, পশ্চিমবঙ্গ থেকে আগত সন্দীপ সাহু ও সুশান্ত নন্দীসহ আরো বেশ কয়েকজন সৃজনকর্মী এই কনফারেন্স হলে রীতিমতো কেক কেটেই পালন করলেন আমার জন্মদিন ৷ এই সন্ধ্যায় যেন আমাদের অতীতের বঙ্গভূমির প্রতিনিধিরাই আমাকে জড়িয়ে ধরেছিলেন আন্তরিক আলিঙ্গনে ৷ আজকের অজস্র আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনায় আমি আপ্লুত,  আমি অভিভূত ৷ আমি সিক্ত হলাম ৷ আমি স্নাত হলাম এক স্বর্গীয় অবগাহনে ৷ সবাইকে আমার অন্তরের গভীর শুভকামনা জানাই ৷ আপনাদের / তোমাদের শুভবার্তাকে কুর্নিশ করি ৷ আমিও চাই সবাই ভালো থাকুন ৷ সুখে থাকুন ৷ শান্তিতে থাকুন ৷ প্রত্যেকের জন্মদিন আরো আরো জন্মদিন বয়ে আনুক প্রত্যেকের জীবনে ৷ ইচ্ছে হয় জীবনকে ডেকে বলি, হে জীবন, আমাদের জন্যে আরও কিছু সময় বরাদ্দ করো ৷ আরো কিছু মহার্ঘ মুহূর্ত দাও আমাদের সবার জন্যে ৷ হে জীবন! জীবন হে!
১১ জানুয়ারি ২০২০

Friday, January 8, 2021

মা

*#   মা  #*
অশোকানন্দ রায়বর্ধন

        (এক)
আমাদের সংসারে
মা, প্রাচীন সাঁকো

নড়বড়ে সেতুটা
ভাঙলো বলে

আর সংসারের
শেষ বাঁধনও

        (দুই)
বিছানায় সাদা থান জড়িয়ে
মৌন শয্যায় পবিত্রতা

কাত হয়ে দেখেন
চিলেকোঠার আকাশ

অলীক ক্যানভাসে ভাসে
অতীতের সন্ততিবর্গ

       (তিন)

মেঘলা মনে
অনিকেত ডাকঘরের
খাম হাতড়ে ফিরছেন

আমার মা ক্রমশ
সুদূরে সরে যাচ্ছেন আমাদের নিঃস্ব করে

তাঁর স্মিতমুখে
চরাচরের আলোর আভা

Monday, January 4, 2021

নদীর কথা

নদীর অনেক কথা থাকে তার বুকের ভেতর
অথচ তার কথা বলবার সময় হয়না ।
হয়না সময় কিঞ্চিৎ দাঁড়াবারও ।

তার ঢেউয়ের তালে আমরা উৎফুল্ল হই ।
তুলনা করি নৈসর্গিক গানের সাথে
অথচ নদীর বুকের ভেতর ঢেউয়ের দোলার গর্ভে 
কতো কান্না কতো কান্না
দুঃখে গড়া নদী বয়ে যায় ভাটির দেশে সমুদ্রের কাছে
সমস্ত দুঃখ বিসর্জনের আশায়
 । নীরব নদী একা একাই গড়ায় ।