Wednesday, September 5, 2018

বুকের ভেতর বাংলোবাড়ি দিয়েছিলাম
কাছে থাকবে কবিতা লিখবে
ফুল ফোটার আওয়াজ পাবো শব্দের জোছনায়
আমার হা হুতাশ ঘর ছেড়ে দিয়ে
গেলে অনন্তের আলপথে
শীতল শিশিরে হিম পায়ের দাগ


বিছানায় পড়ে আছে কবিতার  খাতা
কলম আর পরিচিত  চশমা

চলমান ফ্যানের হাওয়ায় তোমার কস্তুরীগন্ধ
ঘরময় ছড়িয়ে পড়ছে নিরালে

No comments:

Post a Comment