কী করে যে মেঘের দেশে,জলের কাছে যাই
মুদ্রারাক্ষস মঞ্চে উঠে ভাওয়াইয়া ভজনায় মাতোয়ারা
খেতের ধান মাঠেই ঝরে গেলে পরে
নবান্ন হতে কী মতে?
সাঁইগো তোমার দাড়ির বনে কোন গুণ যে ধরো
আমি বান্দা ঘুরে মরি মুর্শিদাবাদের হাজারদুয়ার
আর তোমার নামে জিকির সবাই
অলিন্দে অলিন্দে আঘাত করে
আমার কান ঝালাপালাগো মুর্শিদ
আমি কোন দিকে গেলে মেঠোপথ পাব।
No comments:
Post a Comment