শুভকথা
অশোকানন্দ রায়বর্ধন
এই ভোরেই বেজে উঠেছে জলঘুঙুর
হাতের কলাপ ভিজিয়ে নিয়ে শীতল করেছ
তোমার শরীর হে নওলকালের বাদলামেয়ে
ইচ্ছাপত্রে শুভকথা লিখে রেখেছ জলের আখরে
ভেজা কলাপাতার জলচিহ্ন সারা গায়ে মেখে
ভোরাই আহ্বানে যেন এক অচিন মায়াডাক
অপরকালের অতল ইসারায় যে পুরাণগান
ঘরে ঘরে ভালোবাসার সগন্ধী ধূপধোঁয়া
ছড়িয়ে দিয়ে গেছ সুরের আবেশের মতো
আজো হে জাগতিক বর্ষণবেলায় তোমার
অশ্রুত প্রণয়ের গান বড়ো বেশি জরুরি যে
ছড়িয়ে দিয়ে যাও সে গান লোকালয়ে
মানুষের হৃদয় এখন ফুল আর প্রেমের প্রত্যাশায়
বৃষ্টির কাতরতার মতো কাঙাল হয়ে আছে
No comments:
Post a Comment