সুপ্রভাত প্রিয়সুজনগণ,
গতকাল পেরিয়ে এলাম বয়সের বাষট্টিতম সিঁড়ি ৷ অজস্ৰ শুভেচ্ছা আমাকে জীবনের জন্যে আরো বেশি ব্যাকুল করে তুলেছে ৷ এতো ভালোবাসা, এতো স্নেহ, এতো মায়া, এতো মমতা ৷ জেগে আছে এতো প্রেম ! হ্যাঁ তো ৷ এরই জন্যে আমরা জেগে থাকি অনন্তকাল ৷ আমাদের একে অন্যের অন্তরের ভেতর ৷ বোধের ভেতর ৷ নিভৃত হৃদয়ের কথা চালাচালিতেই আমাদের যাপনসূচী ৷ যতো বেশি আমরা পরস্পর নৈকট্যের, সান্নিধ্যের, নিবিড় মায়াঘনতার অভিলাষী হই, ততোই আমাদের পরস্পরের হৃদিবাতায়নের, ঝরোখার মুক্তপথ বেয়ে প্রবাহিত হয় মরমি বাতাস ৷ সে বাতাস বসন্তের নির্ধারিত আবহবাহী না হয়েও শান্তির জন্যেই বয়ে অবিরাম ৷ শান্তিই আমাদের অভীপ্সা , শান্তিই আমাদের দিকনির্দেশ ৷
এতো বার্তায় মুখর হয়ে আমার ইনবক্সের হৃদয় আর প্রোফাইলের দেয়াল যে আমি বিমূঢ় কৃতজ্ঞ প্রতিটি আত্মীয়সম প্রাণের কাছে ৷ অথচ বার্তাবাহী এই আধুনিকতম মাধ্যম আজ দুদিন আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে চলেছে ৷ যথাসময়ে কারোরই শুভেচ্ছার প্রত্যুত্তর করতে পারিনি ৷ এক অনিচ্ছাকৃত অপারগতায় ভুগেছি সারাক্ষণ ৷ একটু আগে শীতের কুয়াশা ঝেড়ে যখন সূর্যদেব উঁকি দিচ্ছেন আমার এই পল্লীসুবাসিত মহকুমা শহরে, মনের কোটরে নড়াচড়া করা বেদনার কথাটা পাড়লাম সুপ্রিয় ও স্নেহভাজন ছাত্র রাজ্যের প্রতিশ্রুতিমান সাংবাদিক প্রতাপ বনিকের কাছে ৷ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় আমার মোবাইলে তাঁর ওয়াই-ফাই জুড়ে দিলেন ৷ তাই সুযোগ পেলাম কিছু লেখার ৷ শুভকামনা, বুকভরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ৷ আমাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেওয়ায় আমি চিরঋণী সবার কাছে ৷ ভালো থাকবেন সবাই ৷
নিত্য শুভেচ্ছাপ্রত্যাশী
অশোকানন্দ রায়বর্ধন, সাব্রুম,
দক্ষিণ, ত্রিপুরা ৷
Saturday, January 19, 2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment