কেন পান্থ ক্ষান্ত হও হেরি অন্যের পথ
পুরস্কার বিহনে পুরে কার মনোরথ ৷
গুয়ামুশুরি হাসি আর মঞ্চের মধ্যভাগ
সাদাসিধা কথা আর অন্তরের বৈরাগ
প্যাঁচের জিলিপি ভাজেন সেই গুণীজন
ঔষধ নাই পত্র নাই বৈদ্যের মহাজন ৷
বাবার নামে আত্মভোলা আছে এক জাতি
তাহার গুণগানে কুড়াইলেন খ্যাতি
No comments:
Post a Comment