নোয়াখালি-চট্টগ্রাম প্রভাবিত অবিভক্ত দক্ষিণ ত্রিপুরায় বিষকচুর ঝোল খাওয়ার রেওয়াজ আছে ভাদ্রের অমাবস্যায় ৷লৌকিক খাদ্যসংস্কৃতির এই আচারের মাধ্যমে ' বিষে বিষ কাটে ' সূত্রানুসারে দেহের অভ্যন্তরের বিষাক্ত উপাদানগুলো বের হয়ে রক্তশুদ্ধি ঘটে বলে লোকবিশ্বাস ৷রসিকজনের বক্তব্য, এতে কূটকচালিতে পারদর্শী গ্রাম্য রাজনীতিকেরও নাকি চিত্তশুদ্ধিকরণ হয় ৷
No comments:
Post a Comment