বিসমিল্লার মানে তোরে বলবো কী । বীজে তে বিসমিল্লা আছে শুনেছি সাধুর মুখে সাধুর মুখে । বীজরূপে দেহে বিসমিল্লা বসত করেন । সে বড়ো আজব কুদরতি । আঠারো মোকামের মাঝে জ্বলছে এক রূপের বাতি । এই বাতিই আমার পরমেশ্বর । আত্মারাম । বাতিরূপ বিসমিল্লার নূর অর্থাৎ পরমেশ্বরের আলোতে আমি আলোকিত । জগৎও আলোকিত । এই না দেহে আছে রে মন গোলোক বৃন্দাবন । আর বৃন্দাবনে বিহার করেন গোলোকবিহারী অর্থাৎ শ্রীকৃষ্ণ । বড়ো কঠিন তত্বকথা । দেহতত্বের সার কথা এটি ।
No comments:
Post a Comment