কার্বন
অশোকানন্দ রায়বর্ধন
একাকী পতাকা উড়ছে আকাশে
পাতাহারানো বাতাসের দীন শরীর
তারপরেও শহরে গলিতে গলিতে দাঁড়ায়
কিন্ডারগার্টেনের গাড়িগুলো জানলায় জাল লাগিয়ে
জীবনের সামনে কিছু নেই অন্ধকার ছাড়া
তবু সে ঠেলে দেয় নিয়মিত সামনের দিকে
আর ক্রমশ রঙ বদলে যায় জনতার মাঠ
ধীরে ধীরে জঙ্গলাকীর্ণ সে মাঠে শেয়াল ঢুকে যায়
যেসব স্বপ্ন দেখতাম, যে আকাশ মাথার উপরে ছিল
এখন সব কালোরাতে হারিয়ে যায়
ফেলে দেওয়া কার্বনপেপার দেখি সর্বত্র ।
No comments:
Post a Comment