মাটির প্রদীপের শিখা মাটির বুকে তির তির করে জ্বলতে থাকুক কিংবা অট্টালিকার কার্নিশে কার্নিশে সমবেত বৃন্দশিখায় মেতে উঠুক তাদের সম্মিলিত কুচকাওয়াজ এই ধরণীকে মাতিয়ে তোলার জন্যেই নিবেদিত ৷ ভুবনপুরের অন্ধকার দূর করার জন্যেই নিবেদিত প্রাণ নিভৃতে তৈলাধারে সংরক্ষিত রসদকে পাথেয় করে আলোকবন্দনায় রত ৷ যে রাতকীটসমূহ তাদের পক্ষবিধূননের মাধ্যমে বাধার সৃষ্টি করে আলোকযাত্রার সুরম্য উপাসনার, তার কোনো প্রতিবাদ করে না আলোকদল ৷ আজ যে আলোকোৎসবের ক্ষণ ৷ আজ শুধু আলোদান আর আলোকিত হওয়ারই ব্রতক্ষণ ৷ সমবেত আলোবিতরণে নিজেও স্পষ্ট হয়ে ওঠে আলোপ্রদীপ ৷ অপরকলঙ্ক বিকশিত করা আজ আলোকাভিসারীর অভীষ্ট নয় ৷ তিমিরনিশার কলঙ্ক ঘুচানোর, আলোকস্নানে স্নিগ্ধ করার সপ্রদীপ মহড়়া এরাতের লক্ষ্য ৷ অন্তহীন অন্ধকার পথযাত্রীর হাতে আলোকবর্তিকা তুলে দেওয়ার মাঝে পবিত্র হওয়ার যে কুম্ভস্নান সেই স্নানে সিক্ত হয়ে দূরীভূত হয় অন্তরের তমসা ৷ সেই মহাহোমের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশীদার হলেও এক পরম তৃপ্তি পরমানন্দ ৷ আলোর দীপালিকা সেই চিরানন্দের বার্তাবাহক ৷ পবিত্র স্নাতক ৷ আসুন আলোকস্নাত হই অফুরন্ত আলোকুম্ভে ৷
Showing posts with label বার্তা. Show all posts
Showing posts with label বার্তা. Show all posts
Sunday, November 12, 2017
ঘরে ঘরে ডাক পাঠালো.....
Wednesday, October 25, 2017
শারদীয়
শুরু হয়ে গেল শারদ উৎসবের সিরিজ ৷ দেবশিল্পীর বন্দনা দিয়ে সূচনা হয়ে শেষ হবে ভ্রাতৃদ্বিতীয়ায় ৷ নদীর চরে কাশের বনে দুলকি চাল, ভোরের উঠোনে রাতে ফোটা শিউলির শ্বেতশুভ্র শেজ ৷ আকাশে সাদা মেঘের অলস নোঙর ৷ কৃষাণের জীবনে কিছুটা বিরামকাল ৷মাঠে মাঠে বেড়ে স্বপ্নের দিকে অপলক চেয়ে থাকা ৷ প্রিয়জনের মুখে হাসি ফোটানোর ফর্দমালা অন্তরে ৷ বর্ষায় ভেজা খড়ের চাল থেকে চুঁইয়ে পড়া দুখজল শুকিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি ৷ আনন্দযজ্ঞের হোমালোকে উদ্ভাসিত হয়ে এক ঋতুময় কাল কেটে যাবে আমাদের ৷ এ সময়ে মহার্ঘ হলেও সকলের প্রার্থনা হোক শান্তি, কামনা হোক সম্প্রীতি ৷
Subscribe to:
Posts (Atom)