ভোট চলছে ৷ কদিন ধরে মানসিক বিকারগ্রস্তদের যে তান্ডব উপভোগ করলাম নির্বাচন প্রচারের নামে চোখের ভাষায়, মুখের ভাষায়, শরীরী বিভঙ্গে ৷ ভাবছিলাম আসলে আমরা কী সুস্থ মানুষ? প্রতিবেশ, পরিবেশে এক সন্দেহের বাতাবরণ ৷ একটা দূরত্ব ৷ সামাজিক সম্পর্কে অদৃশ্য ফাটল ৷ জানি না এই ব্যবধানটা ভোটের ফলাফলের পরেও বজায় থাকবে কিনা? রাজনীতির যূপকাষ্ঠে বলি হয়ে যাচ্ছে মানবিকতা ৷ বিগত দিনে ভোটের পরেও দেখেছি এই অস্বাভাবিক আচরণের ফল একদলকে কী নির্মমভাবে মিটিয়ে দিতে হয় ৷ যারা নিজের স্বার্থের জন্যে ভোটার নামক নিরীহ নাগরিকদের নাচায় তাদের মধ্যে যে আশানুরূপ ফল পায় না তারা মোবাইলের সুইচ অফ করে দিয়ে আত্মগোপন করে থাকে ৷ আর তার জন্যে স্বপ্ন দেখা, উন্মাদপ্রায় মানুষটিকে খেসারত দিতে হয় শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে ৷ আর যার পক্ষে জয় যায় সে প্রত্যক্ষ বা নিরব উৎসাহ দিয়ে যায় উল্লাসে কিংবা উচ্ছৃঙ্খলতায় ৷ স্বপ্নের ফেরিওয়ালারা কদিন চলে যান নির্বিকল্প সমাধিতে ৷ চলে এক পাগল আর এক পাগলের দিকে ঢিল ছোঁড়াছুঁড়ি ৷ তার মধ্য দিয়েই আসে রণ, রক্ত, সফলতা ৷ ৷
এবারের ভোটের প্রচারকে কেন্দ্র করে বাকস্বাধীনতার নামে আমার রাজ্যের কিছু নাগরিক বিভিন্ন গণমাধ্যমে, সাজমাধ্যমে একে অন্যের প্রতি যে ভাষায় নিরন্তর আপ্যায়ণ করে গেছেন তা দেশবাসীর কাছে এরাজ্যের শিক্ষাদীক্ষাসংক্রান্ত গর্বের পরিসংখ্যানটাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ৷ তবুও আমরা গণতন্ত্রের সেবক ৷ গণতন্ত্রের পূজারী ৷ ভোট দিই ৷ জনপ্রতিনিধি নির্বাচন করি ৷সুখ, সমৃদ্ধি, শান্তি, কল্যাণের আশায় ৷ এই একটা সময়েই যাচাই করি কী চেয়েছি আর কী পেয়েছি ৷ কী পাইনি আর কী পেতে চাই এসবের ৷ বিগতদিনের প্রতিশ্রুতি আর রূপায়ণের মূল্যায়ন হয় এই সময়ে ৷
আর তা করতে গিয়ে কারো বুক খালি হয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে অতল অন্ধকারে , স্বজন চিহ্নিত হয়ে যাবে দুর্জন হিসেবে, কেউ সুখের মৌচাকের চারপাশে আশ্রয় পাবেন আর বিরুদ্ধাচরণের কারণে নিকৃষ্ট নাগরিক হিসেবে বর্জিত হবেন একটা নির্দিষ্ট সময়ের সীমারেখায় ৷ এই চিহ্নায়নের জন্যে কী ভোট? গণতন্ত্রের আরাধনা? সর্বাধুনিক গণতান্ত্রিক উৎসব?
এই প্রক্রিয়ার কী আরো সংস্কার করা যায় না? মনোনয়নের পুজোকে, মননের আরাধনাকে আরো পরিশীলিত করা হোক ৷ আরো প্রাণবন্ত করা হোক ৷পরাজিত জনও যাতে হাসতে হাসতে ঘরে ফিরতে পারে ৷ নির্বাচনের পরেও যাতে সুনাগরিকের গুণগুলোই প্রকট হয় এবং প্রখর হয় ৷
Saturday, February 17, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment