Sunday, February 11, 2018

শী ত সং ক্রা ন্তি


শীতের বেদনা প্রকট হয়ে ঝরে পড়ছে অশ্রুমেঘ
নির্বানের সময় হল নিয়মের ছাড়পত্রকথায়
চরাচর ধুয়ে যাব আতসভূমি রেখেছি এখন
ওই দেখো  শ্যামারঙ ল্যাজ দুলিয়ে
তরুণ দোয়েল গান গায় সজনির বুক বরাবর
মাটিও বিলায় মায়ের আঁচলের মতো সোঁদা ঘ্রাণ 
নওল বসন্ত তার বাহারি সাজ নিয়ে পারঘাটার কাছাকাছি

বোধনের বর্ষণের পর বাসন্তী ঊষায় পথে নেমে যাব
তরুণের গেঁথে রাখা নোঙর খুলে আমি ভাসাব ভেলা
ঋতুপথে ধাবমান ঢেউয়ের অবিরাম পরিক্রমায়

No comments:

Post a Comment