Friday, July 6, 2018

ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড
     খসড়া সংবিধান
——————————————
ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড
হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি জেলা, ত্রিপুরা, ভারত

রেজি:  নং-                          তারিখ: -

1. নাম: - সংস্থার নাম:  ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড

2. ঠিকানা: -হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি জেলা, ত্রিপুরা, ভারত

3. কার্যালয়: - ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড এর কার্যালয় অস্থায়ীভাবে
হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি জেলা, ত্রিপুরা, ভারত এই ঠিকানা হিসাবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় ৷ পরবর্তী সময়ে সংগঠনের কলেবর ও সদস্যসংখ্যা বৃদ্ধি হলে রাজ্যের রাজধানী আগরতলাতে প্রধান কার্যালয় স্থাপন করে তার
ঠিকানা উল্লেখ করা হবে ৷

4.কার্যবর্ষ: - প্রতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালকে সংগঠনের কার্যবর্ষ হিসাবে গণ্য করা হবে ৷

5. লোগো: - সংগঠনের লোগো হবে
( লোগোটা কপি করে বসানো হবে ৷

6.( ক) সদস্য: -  ত্রিপুরা রাজ্যের অন্তর্গত যে কোনো এলাকার সাহিত্য-শিল্প- সংস্কৃতি ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন অশ্লীলতা, অপসংস্কৃতি, কুসংস্কার ও প্রতিষ্ঠানবিরোধী যে কোন সাহিত্যপত্রের সম্পাদক ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ডএর সংবিধানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও আনুগত্য প্রদর্শন করা ও সংগঠনের গঠনতান্ত্রিক ও পরিচালনগত নিয়মাবলি মানার অঙ্গীকার করলে সংগঠনের সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন ৷ সংগঠনের কার্যকরী কমিটির বিবেচনা ও অনুমোদনের পর আবেদনকারীকে সদস্যপদ দেওয়া হবে ৷
(খ) এই সংগঠনের আত্মপ্রকাশকালে ও পরবর্তী সময়ে সংবিধান প্রণয়নের পূর্ব পর্যন্ত সংগঠনের সঙ্গে জড়িত লিটল ম্যাগাজিনের সম্পাদকগণ সরাসরি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন ৷ এই বিধি সংগঠনের সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদানের কারণে রাখা হয়েছে ৷
( গ) "ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড "এর সদস্যপদ সংগ্রহের জন্য রাজ্যের লিটল ম্যাগাজিন সম্পাদকদের সঙ্গে ব্যাক্তিগত এবং সামাজিক মাধ্যমে যোগাযোগ করা হবে।নতুন সদস্যের অন্তর্ভুক্তির জন্যে এককালীন ২০০০(দুই হাজার টাকা)মাত্র এবং মাসিক ১০০শত টাকা হিসেবে বার্ষিক ১২০০টাকাসহ মোট ৩২০০টাকা এককালীন বা অংশকালীন জমা দিতে পারবেন।

7. সংগঠনের উদ্দেশ্য :- ভারতের মহান সংবিধান এবং ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড এর সংবিধানের প্রতি আনুগত্য রেখে সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে রাজ্যের সীমার মধ্যে তার কর্মকান্ড পরিচালনা করবে ৷

উদ্দেশ্য: -

No comments:

Post a Comment