একটা নিঝুমকথকতার তপোবন যেন কোথাও খুলে দেওয়া হয় পরিযায়ী পাখিদের জন্যে ৷
চারিদিকে এতো আঁধার, সিঁদুরের গড়াগড়ি, এতো হননউল্লাস বাতাসে বাথানে ৷
বুকের ওপর পাথরবর্ম, হাহুতাশ ছাড়া কিছু নেই পাওয়ার
অথচ দেখো ঊষাযাত্রার সামনাদ কিংবা সাঁঝবাতির কোমল আলো নীরবে ছড়ায় শান্তির ওঙ্কার
প্রতীক্ষাপথ কবে অন্তিম প্রান্তে তার শেষ বিন্দু রেখে যাবে
যেখানে এক স্বচ্ছ ফলকে লেখা থাকবে 'শান্তিবন' ৷
আমাদের শেষ প্রার্থিত স্টেশন ৷
No comments:
Post a Comment