Wednesday, March 20, 2019

সমুদ্র উল্টে বসে গেছে আকাশের গায়
আগুন আগুন শুধু দিগন্তে ছড়ায়

Monday, March 18, 2019

টা ন


আমার সমস্ত টান জমাট হয়ে উঠলে
ভিটে মাটি সব তোমার পায়ে এনে ফেলব
তোমাকে ভালোবাসব তুমুল তোড়ে
তোমার বুকে ব্যথা হলে আমি দশ আঙুলে
হারমোনিয়ামের রিডের এধার ওধার করব

আমি রাস্তার ধারে এক ঝুপড়ি বানাব
ঝাঁপ খোলা থাকবে সকাল বিকাল

আমার সমস্ত কবিতার চিরকুট বিছিয়ে দেব
তোমার বিছানার চাদরের ওপর
আমার সবকিছুর বিনিময়ে চুমু খাব
তোমার কপাল বরাবর ৷

Saturday, March 16, 2019

সাঁ ই ক থা

সাঁই তো আছেন তাই
চেনাতে নিরঞ্জন
সন্ধান করিয়া দেখো
সহজ  জীবন
সহজিয়া হইলে পরে
কর্দম যাবে সরে
পঙ্ক মধ্যে হংস যথা
সদা লীলা করে

Thursday, March 14, 2019

চালচুলো

        তার পর ভীষণ হাল্কা লাগছিল নিজেকে ৷ আমার আমিটাকে দেখতে পারছিলামনা ৷ কিন্তু আমিটা যে আছে আমার সঙ্গেই সেটা বুঝতে পারছি ৷ আমার কোনো কিছুর জন্যে কোনো ভাবনা করতে হয়না ৷ আমার মাথায় কোনো চুল ছিলনা ৷ টেকো মাথা ছিলাম আমি ৷ চব্বিশ কিংবা পঁচিশের মধ্যেই আমার মাথাটা পরিস্কার হয়ে গিয়েছিল ৷ তার জন্যে গত ক'বছর ভীষণ দুশ্চিন্তায় কাটাচ্ছিলাম ৷ বাজারে যতোরকম কেশবর্ধক তেল, দাওয়াই, টোটকা ছিল, সাধ্যমতো চেষ্টা করেছি কিনে লাগাবার ৷ কবিরাজি, হোমিও যেখানে যে সন্ধান পেতাম ছুটে যেতাম ৷ সব গুলে খেয়েছি ৷ কিস্যুটি হয়নি ৷ পাড়ায় আমার কেশসংকটের কথা সবাই জেনে গিয়েছিল ৷ পথে ঘাটে, ঘরোয়া আড্ডায় কিংবা একান্তে আমাকে পেলেই কেশসংক্রান্ত পরামর্শ,খোঁজখবর ইত্যাদি দেওয়ার জন্যে উদগ্রীব হয়ে থাকত ৷ অনেকে আবার ফলো আপও নিত, পেলে কিছু? উপকার হচ্ছে তো ইত্যাদি, ইত্যাদি ৷ আমার চেয়ে ওদেরই মাথাব্যথা যেন বেশি ৷ কেউ কেউ আবার রটিয়ে দিয়েছে, আমার নাকি ম্যানিয়া সব ৷ কেউ কেউ আবার আসল শব্দটা না বলে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে বিশেষ মুদ্রায় সংযুক্ত করে একটু মোচড়় দিয়ে ইঙ্গিত করে আমার নাকি ওইরকম একটা লক্ষণ প্রকট হয়েছে ৷ বাড়িঘরে বিশেষ চিন্তিত হয়ে পড়ে সবাই ৷ ডাক্তারের কাছে নিয়ে যায় ৷ ওরাই সব বলে ৷ আমাকে কিছু বলতে দিতে চায়না ৷ আমি কিছু বলতে চাইলেই ধমক মারে ৷ আবার সহানুভূতিও দেখায় কেউ কেউ, তুমি চুপ করে থাকো ৷ আমরা আছি তো ৷ ডাক্তারবাবু দেখছেন তো যত্ন করে ৷ তুমি ভালো হয়ে যাবে ৷ বলে কী ! সুস্থ মানুষটাকে বলে ভালো হয়ে যাবে ! আমার ভীষণ রাগ হতে থাকে ৷ আমি গা ঝাড়া দিয়ে ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু আমার  চু....ল...৷ ডাক্তারবাবু কী বোঝেন ৷ হেসে ওঠেন ৷ আশ্বাস দেন ৷ আরে চুলোয় যাক ৷ কিস্যু ভেবোনা ৷ কী ভাবব ! ভাবছি, কোথায় চুল ৷ আর কোথায় চুলো ৷ কোথাকার জল কোথায় গড়াচ্ছে ৷ ভাবছি আমি পাগল হলাম, না এরা সব পাগল হল ৷ একটা চাপ অনুভব হচ্ছে মাথায় ৷ নিতে পারছিনা ৷ ডাক্তারবাবু প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন ৷ বললেন, চিন্তার কিছু নেই ৷ ওষুধটা ঠিকমতো খাওয়ান ৷ ঘুমোলে ঠিক হয়ে যাবে ৷

আমি ডাক্তারবাবুর কথামতো ঔষধ খেয়ে নিয়েছিলাম সব ৷ আমার ভীষণ ঘুম হয়েছিল তারপর ৷ গাঢ় ঘুম ৷ ঘুমের ভেতর স্বপ্ন ৷ আমার মাথা নেই ৷ হাত নেই ৷ পা নেই ৷ কোনো প্রত্যঙ্গই নেই ৷ শূন্যে ভাসছি আমি ৷ চুলহীন ৷ চালচুলোহীন ৷

Monday, March 11, 2019

চা পা ক থা

মনে হয় দুহাতে আগলাও তুমি দশহাতের সংসার ৷ কতো কাজ তোমার!  তারই ফাঁকে ফাঁকে তুমি ব্যক্তিগত মোবাইলে হাত রাখো নিভৃতে ৷এদিক ওদিক দুচোখ ঘুরিয়ে খুঁজে নাও নিরাপদ চত্বর ৷ তোমার হাঁড়িতে যখন ভাতের টগবগ নাচন, যখন গরম তেলের কড়াতে ফোঁড়ন দাও ঘটা করে, একটা প্রতিবাদ ও ক্রোধের গুঞ্জন হেঁসেলের পরিবেশে হৈ চৈ করে ওঠে, তখন তুমি অসম্ভব চাপা স্বরে বলে ফেলো সব কথা, করুণ দিনলিপি লেখা ডায়েরির পাতার মতো উড়ে এসে অতি দ্রুত উজাড় হয়ে যায় আমার বুকে ৷
আমিও আমার মোবাইল সবসময় রাখি আমার বুকপকেটে ৷রিংটোনের চেনা সুর আমার হৃদয় জাগায় ৷ আর তোমার আহ্বান যাতে নিরুত্তর ফিরে না যায় তার জন্যে আমি উৎকর্ণ থাকি প্রতি মুহূর্তের সঙ্গে ৷
দেখা না হলেও প্রতিদিনের তোমার কথামালায় আমি বুঝি তোমার চোখে উদ্ভ্রান্ত বালিকার এলোকেশ চৈতের ঝোড়ো হাওয়ায় উড়ে যায় ৷ আমার নিঝুমকথায় তোমার সাহসের ডানা উড়াল শেখে ৷গাঢ় হয় ভালোবাসার মরমি দিনের গুজরান ৷

সারাদিন লুকোচুরি খেলতে খেলতে দিগন্তে সন্ধ্যা দাঁড়ায় এসে একাকী ৷ ঘরে ফেরায় উদ্বেল পাখিদের লন্ঠন বাড়িয়ে দেয় আকাশ ৷ আর পাহাড়ের ঢালে কালো চাদর গায়ে নেমে আসে রাত ৷

তুমি তখনো দরজা ছেড়ে নড়ো না ৷চেয়ে থাকো পশ্চিমের বাসন্তী আকাশের আঁধারগায়ে ৷ তোমার মোবাইলে হঠাৎ পূরবীর বিহ্বল রিংটোন বেজে ওঠে ৷ কেন গো কিশোরী  ?

Friday, March 8, 2019

শুঁটকি

আমাদের ভীষণ প্রিয় শুঁটকি মাছ ৷  সবসেরা হল নোনা ইলিশ আর সিদল ৷ ইলিসের পিস পিস করে এবং আস্ত শুঁটকি করা হয় ৷ পুঁটি মাছের শুঁটকিকে বলা হয় সিদল<হিদল ৷ শুঁটকি নোয়াখালি ও চট্টগ্রামের ভাষায় হুঁনি>হুরি ৷ সিদলের তেল-ঝাল চাটনি দিয়ে একথালা ভাত অনায়াসে সাবাড় করে দেয়া যায় ৷ বেগুন দিয়ে শুঁটকি একটা জিভে জল আনা রেসিপি ৷ আমাদের এ অঞ্চলের উপজাতি অংশের মানুষের ভীষণ প্রিয় এই শুঁটকি ৷ প্রায় সব তরকারিতে এনারা শুঁকি ব্যবহার করে থাকেন ৷ শুটকিমাছ দিয়ে রান্না করা তেল ছাড়া সব্জি 'গুদক' স্বাস্থ্যকর এবং ত্রিপুরার ট্র্যাডিশনাল ডিশ ৷  ককবরকভাষীদের প্রিয় শুঁটকি 'বেরমা' এবং মগদের হল 'নাপ্পি' বা 'ঙাপ্পি: ৷ এই অঞ্চলের শুঁটকি নিয়ে একটি প্রবাদ ' চোরের মনে চুরি, বিলাইর মনে হুরি' ৷