এই গানে গল্পের ছলে সংখ্যা ব্যবহার করে বাউলতত্ত্বের বেশ কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে ৷ জীবাত্মা-পরমাত্মার অভেদতত্ত্বের উল্লেখসহ ৷ প্রথম পংক্তি 'চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে কী'র সাধারণ মানে শ্যামচাঁদ আর রাইচাঁদের যুগলমিলন হয়েছে ৷ এই যুগনদ্ধ রূপ দেখে অধীন ভক্ত বিস্ময়াকুল হওয়া ছাড়া আর কী করতে পারেন ৷ বাকি বুঝ জন যে জান সন্ধান ৷ মুখোমুখি আলোচনা ছাড়া সবটা ব্যাখ্যা সম্ভব নয় ৷
এ এক অপূর্ব মানবদর্শন—আত্মদর্শনের এমন দুর্বোধ্যতম গান অন্তত বাংলাসাহিত্যে নেই। আমার যা মনে হয় :
চাঁদ : চাঁদ যৌবন। চাঁদের গায়ে চাঁদ লাগা—রজরূপ চাঁদ উদিত হওয়া।
ছয় মাসের কন্যা : আত্মতত্ত্বের ৬ রিপু।
ঝি : জীবনের স্থূল আকার।
তিন সন্তান : দেহতত্ত্বের তিন ধারা।
নয় মাসের গর্ভবতী : মানবদেহের ৯টি দ্বার।
এগারো মাস : এগারো রুদ্র (দেহের ১১টি দ্বার !)
মাকে ছুঁলে ছেলে মরে : শিশ্ন ছেলে, শুক্রপাত মরণ।
ঘর : মাতৃজঠর।
আমার মনে হয় বাউল আধ্মাতিকতা অতি মাত্রায় সাংখ্য দর্শনের পূরুষ ও প্রকৃতি তত্বের ওপর ভিত্তি করে উঠেছে।পুরুষ এবং প্রকৃতি যখন নিজেদের আত্মদহন করে প্রেমের মাধ্যমে স্বরূপ বোধে স্থিতি লাভ করে রস অর্থাৎ আনন্দের সৃষ্টি করে তখন পরোক্ষানুভূতি সম্পন্ন সাধারন যোগীর মনের বেদনার প্রকাশক এই গান ।
Monday, July 22, 2019
'চাঁদের গায়ে চাঁদ লেগেছে' গানটির ব্যাখ্যা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment