কে বলে মা চলে যায় চিরভাসানে
নিরাকারে আছে সে তো হৃদয়াাা
শান্তির বার্তাবহনের মধ্যেও এতো সব হন্তারক হাত বিস্তৃত যে শরতের সাদা-নীল সাজের
আনন্দধারার উজানে বাঁধ দিতে হলো
ময়ালের দেয়ালে লুকানো সি সি ক্যামেরায় ধরবে অশুভ মুখ ৷ এ সময় কী অসুরের কাল?
মনে হয় আনন্দও ক্রমশ চলে যাচ্ছে বিশ্ববাজারে
সেখান থেকে ওজন দরে বিকোবে আগামী দিন
তার জন্যে মৌ চুক্তি চাই ৷
আমরা কী আনন্দহারা হয়ে যাচ্ছি দিন দিন
টাকার পতনের মতো জীবনের ডালপালাও
কী ভেঙে পড়ছে চাতালে পাতালে ৷ দূর থেকে
আলোর রশ্মি ভেসে আসে বলে আমরা এখনও
বোধনের আলোয় স্নান করি ৷ জেগে থাকি শুধু সন্ততির মুখ দেখে ৷ প্রজন্মও এগিয়ে যায় সব চিরকথার তোরঙ্গ নিয়ে ৷
বিসর্জনের প্রত্নঢাক বিজয়ার বার্তা নিয়ে যায় জনমহলে ৷ আমরা বিজয়ের জন্যে বেঁচে থাকি ৷