নির্জনে নাড়ো ডানা—
চোখ রাখো অস্থির শিবিরে ৷
কোমল কাতর রাত জেগে আছে
কুসুমরঙিন পুব আকাশের দিকে চেয়ে
এইসময়
গুঞ্জন বাঁচিয়ে
দেয়ালটা শক্ত করো ৷
সময়ের দুর্দশায় পর্যটক তুমি
দূরত্বে থেকে সমুদ্রে হাওয়া খেতে থাক ৷
জেনে রাখো, এই সব ভন্ডামি
সকলেই ধরে ফেলে নকল হানিমুন, মুখোশশোভন পরিব্রাজনে চিরদিন
গা বাঁচিয়ে রাখা যায়না তঞ্চকতা ৷
ভেবেছ নদীর ঢেউ ধীরে বয়
বেঁধে ফেলেছ তার তীব্র বিক্ষোভ ৷
তোমার প্রচারপুষ্পকরথের চাকা
যতো এগোয় মনে করো তুমি
গুঞ্জনে তোমারই গুণগান গায় ৷
নদীও জানে আত্মগোপনের কৌশল
নদীও সমানতালে ঢেউয়ের সংগঠন
একদিন উপছে পড়বে তুমুল আওয়াজ
দুই তীরে উত্তাল ঢেউয়ের তীব্র আঘাত ৷
No comments:
Post a Comment