কালো মেয়ে
অশোকানন্দ রায়বর্ধন
আলোরাতের কালো মেয়ে লো হৈমন্তী ঘ্রাণ তোর গায়ে
কুয়াশার দীঘল রুমালে তুই রেখেছিস জড়ায়ে
লিপিদাগ শীতের আমন্ত্রণের বিরল টেরাকোটা
লিখেছিস অমোঘ আখরে কালোবরণ ফোঁটা
যতোই জানি তোর ঠিকানা এই যে আঁধারমায়াগলি
ততোবারই ভুলে যাই আমার কষ্ট গেরস্থালি
এত কাল অবলীলায় মেখে নিলি তুই অঙ্গে
তোর আলো বিলিয়ে দিলি তোর রূপটানেরই সঙ্গে ৷
No comments:
Post a Comment