Wednesday, March 24, 2021

আত্ম অনুভব

আহা ভালোবাসা, স্নেহ প্রেম মায়া মমতা

 সোস্যাল মিডিয়ার কল্যাণে আজকাল জন্মদিনটা সকলের মনে পড়ে ৷ মনে করিয়ে দেয় ৷ কাছের দূরের সমগ্র ভুবনপল্লী থেকে অগণিত শুভেচ্ছা ভেসে আছে ৷ আত্মীয়-স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, ই-বন্ধু, সাহিত্য-সংস্কৃতিকর্মী, স্নেহভাজন ছাত্রছাত্রী কে না আছেন এর মধ্যে ৷ শুভেচ্ছার পর আবার সবাই ডুবে যান স্ব স্ব কর্মক্ষেত্রে ৷ এভাবেই গড়ায় জীবন ৷ আবার বছর ঘুরে ৷ 

হঠাৎ এক উচ্ছন্ন ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে ৷ করাল মৃত্যু হানা দিয়ে ঢুকে পড়েছে জনপদে, শহরে, প্রান্তরে, বস্তিতে, বন্দরে ৷ ভুবনবন্ধনে আবদ্ধ মানুষ অসহায় চোখে তাকাচ্ছে একে অন্যের দিকে ৷ চোখের জলে  ঝাপসা দৃষ্টিতে মৃত্যুর নৃশংস তান্ডব দেখতে হচ্ছে ৷ বুক ভেঙে যাচ্ছে ৷ করার কিছুই নেই ৷

স্বাস্থ্যবিশেষজ্ঞ, বিশ্বচিন্তাবিদ, রাষ্ট্রনায়ক, জননায়কগণ রাতদিন এক করে অগ্রণী সেনানায়কের মতো নির্ভীক দায়িত্ব পালন করছেন,  নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন মানুষের প্রাণ রক্ষার জন্যে ৷ সভ্যতাকে টিঁকিয়ে রাখার জন্যে ৷ সংযম ও প্রতীক্ষা ছাড়া এ থেকে কোনো পরিত্রাণ নেই ৷ এই মারণ অনুজীবের হাত থেকে রক্ষা পেতে হলে শূন্যের মাঝে বানানো এই ঘরই আজ একমাত্র ভরসা ৷ আর ভরসা রাখতে হচ্ছে যথাযথ নির্দেশের উপর ৷ মেনেই নিতে হচ্ছে লক-ডাউন ৷ নিজের জন্যে ৷ পরিজনের জন্যে ৷ প্রিয়জনের জন্যে ৷ প্রতিবেশীর জন্যে ৷ সমাজের জন্যে ৷ দেশের জন্যে ৷ বিশ্বের জন্যে ৷ এই অশনিকাল উত্তরণের পর আবার মানুষের গান গাইবার জন্যে ৷ আবার জাগরণী গান শোনার জন্যে ৷

এই আত্মনির্বাসনের কালেও আবার জন্মদিনের মতোই অজস্র শুভবার্তা, শুভবাদ ভেসে আসছে সেই জন্মদিনের মতো ৷ উৎকণ্ঠা, উপদেশ আর পরামর্শ মাখানো ৷ অজস্র জীবন অনিকেত সংকটের মধ্যে থেকেও হাজারো হাত বাড়িয়ে দিচ্ছে আর একটি ক্ষীয়মান জীবনের দিকে ৷ এই তো জীবন ৷ এই তো মানববন্ধন ৷ আহা! ভরে যাচ্ছে হৃদয় আমার  ! তাইতো মানুষ আমরা ৷ মানব আমরা ৷ তাইতো মনে হয় এই উন্মাতাল নটরাজনৃত্য শুধুমাত্র খন্ডকালের অন্ধকার ৷ একদিন সব আঁধার ঘুচে যাবে ৷ 
    
শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ৷ যে মহাবাক্য উচ্চারিত হয়েছিল একদিন আজও এসেছে আবার সেই বাণী উচ্চারণের ক্ষণ ৷ অমৃতের পুত্রগণ আমরা ৷ আমরা বসুধার সন্তান ৷একে অন্যের কুটুম্ব ৷ একে অন্যের ভ্রাতা ও ভগিনী ৷ হয়তো ভূখন্ড আলাদা ৷ কিন্তু একই আর্তভূমির সন্তান ৷ এতো কষ্টে এতো কৃচ্ছ্রতায় আমরা ভালো আছি ৷ আমিও ভালো আছি আরও আরও  ভালো থাকার জন্যে ৷ আরো আরো বহুযুগ আমাদের সন্ততি ভালো থাকার জন্যে ৷ শুধু ভাবনা হয় নেইঘরদের জন্যে ৷ যাদের আবাস নেই ৷ যারা গাছতলায় থাকে ৷ ফুটপাথে থাকে ৷ খোলা আকাশের চাঁদোয়া যাদের ঘরের ছাউনি ৷ তাদের জন্যে ৷ না জানি কেমন আছে তারা! তাদেরও আশ্রয় হোক ৷ এই শুধু আর্তি ৷

No comments:

Post a Comment