Monday, May 17, 2021
এই কথাটি মনে রেখো রবীন্দ্রসংগীতের রচনাকাল
খুব ভালো লাগল তথ্যসমৃদ্ধ এই লেখাটি পড়ে । আমি এখানে বিনীতভাবে কিঞ্চিৎ সংযোজন করতে চাইছি ।১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন । 'এবং জগন্নাথ হলের বার্ষিকী বাসন্তিকার জন্যে তাঁর 'এই কথাটি মনে রেখো' ( পরে গান হিসাবে যা জনপ্রিয় হয় ) কবিতাটি লিখে দেন ।' এই গানটির ইতিহাস সম্বন্ধে জানা যায় যে, রাগ-খাম্বাজ, তাল-দাদরার এই গানটির রচনাকাল-১৩২৮ বঙ্গাব্দ/১৯২১ খ্রিস্টাব্দ । এর রচনাকাস্থান- শান্তিনিকেতন ।স্বরলিপিকার ছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। তার মানে রবীন্দ্রনাথ গানটি ঢাকায় এসে রচনা করেননি । এটি পূর্বে রচিত । এদিন অনুষ্ঠানের জন্যে কপি করে দিয়েছিলেন । ভালো থাকবেন স্যর ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment