Sunday, May 30, 2021

কবিতাপাঠ

কবিতাপাঠ

অশোকানন্দ রায় বর্ধন

সব কবিদের কবিতাই আমার পাঠ্য
সব ঈর্ষাকাতরের কবির কবিতাই আমার পাঠ্য
সব গোষ্ঠীপতি কবিদের কবিতাই আমার পাঠ্য
সব একঘরে কবিদের কবিতাই আমার পাঠ্য
সব আত্মম্ভরী কবিদের কবিতাই আমার পাঠ্য
সব মহামহিম কবিদের কবিতাই আমার পাঠ্য
পেছনে ছুরি মারায় ওস্তাদ কবিদের কবিতা আমার পাঠ্য
দলবদলে পারঙ্গম কবিদের কবিতা আমার পাঠ্য
হুজুগে কবিদের কবিতা আমার পাঠ্য
মানবতাবাদী কবিদের কবিতা আমার পাঠ্য
নির্জন সাধক কবির কবিতা আমার পাঠ্য

কারণ এখন আমরা সবাই একই নৌকার যাত্রী ৷

Monday, May 17, 2021

এই কথাটি মনে রেখো রবীন্দ্রসংগীতের রচনাকাল

খুব ভালো লাগল তথ‍্যসমৃদ্ধ এই লেখাটি পড়ে । আমি এখানে বিনীতভাবে কিঞ্চিৎ সংযোজন করতে চাইছি ।১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন । 'এবং জগন্নাথ হলের বার্ষিকী বাসন্তিকার জন‍্যে তাঁর 'এই কথাটি মনে রেখো' ( পরে গান হিসাবে যা জনপ্রিয় হয় ) কবিতাটি লিখে দেন ।' এই গানটির ইতিহাস সম্বন্ধে জানা যায় যে, রাগ-খাম্বাজ, তাল-দাদরার এই গানটির রচনাকাল-১৩২৮ বঙ্গাব্দ/১৯২১ খ্রিস্টাব্দ । এর রচনাকাস্থান- শান্তিনিকেতন ।স্বরলিপিকার ছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। তার মানে রবীন্দ্রনাথ গানটি ঢাকায় এসে রচনা করেননি । এটি পূর্বে রচিত । এদিন অনুষ্ঠানের জন‍্যে কপি করে দিয়েছিলেন । ভালো থাকবেন স‍্যর ।