কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ জোরালো ঝড় যা চৈত্র-বৈশাখ মাসের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা,আসাম, বিহার, ছত্রিশগড়, ঝাড়খন্ড ও বাংলাদেশে চৈত্র-বৈশাখ মাসে হয়ে থাকে । কবি মোহিতলালের কবিতায় ও পাই 'নববর্ষের পুণ্যবাসরের কালবৈশাখী আসে' এবং 'চৈত্রের চিতাভস্ম উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর' অর্থাৎ এই দুটো মাসের কথা উল্লেখ আছে । 'কালবৈশাখী' শব্দটির মধ্যেও বৈশাখ মাসের ইঙ্গিত রয়েছে । নজরুলের গানেও আছে 'এল ওই কালবোশেখী, কাটাবি কাল বসে কি ?'
পুনশ্চ : আমাদের এ অঞ্চলের আরেকটা সময়ও একধরনের স্থানীয় ঝড় হয়ে থাকে তাকে 'আশ্বিনের ঝড়' বলে যা আশ্বিন-কার্তিক মাসে হয় । কালবৈশাখী ঝড় বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ধান, পাট, চা জাতীয় ফসলের চাষের জন্য উপযুক্ত হয় । আর অন্যদিকে আশ্বিনের ঝড়ে সুপুষ্ট ফসল মাঠে মারা যায় । হরপ্রসাদ শাস্ত্রীর 'বেনের মেয়ে' উপন্যাসে আশ্বিনের ঝড়ের বর্ণনা রয়েছে ।
No comments:
Post a Comment