জয়মৃদঙ্গ
অশোকানন্দ রায়বর্ধন
পিরিতির ভাইলভাট্টা জানার কোন দরকার নেই
নেই কোনো ডুবস্নানের কৌশলকলার উদ্যম
শুধুই নরম ও লোভনীয় প্রত্যঙ্গগুলো খুবলে খাবার
রাক্ষুসে ক্ষুধাকে ঐতরেয় নষ্টামিতে ভরে চলেছি
সভ্যতার সমস্ত অলঙ্কারে গাঁথা গর্বিত প্রজন্ম
শুধু পশুচর্ম গায়ে তুলতে বাকি রেখেছো
অহো ! মানব তোমার জয়মৃদঙ্গ বাজে বাতাসে !
No comments:
Post a Comment