দিলীপ দাস আমাদের রাজ্যের অন্যতম কবি । তাঁর কবিতায় এ মাটির জলহাওয়া, মানুষ, প্রকৃতির নিবিড় একাত্মবোধী ভালোবাসা ও দ্রোহ ঘিরে থাকে । বর্ষার ভেজা জমি থেকে ওঠা পল্লীসুবাসের মতো মিথ ও মৃত্তিকার অন্যরকম ঘ্রাণ তাঁর কবিতা থেকে ছড়িয়ে পড়ে স্থানিক পোষাক নিয়ে ।
No comments:
Post a Comment