অবেলার বনপথ
অশোকানন্দ রায়বর্ধন
ও পাড়ার চা বাগান ঘুরে এলেই তোমার পায়ের ঝুমুর নাচের তালে টিপটিপ করে ওঠে বুক । তোমাকে ডেকে ডেকে পাড়া মাথায় করে অভিসারে যাব, নাকি চুপিচুপি পাতা ও কুঁড়িদের আভাস ঠেলে পৌঁছে যাব ইশারাঝোপের লুকোচুরি ছায়ায় ।
যেভাবে এগোই না কেন পায়ের চাপে শুকনো পাতারা কোলাহল করে ওঠে ।দৌড়ুলে শব্দ আরো বাড়ে । বেড়ালের মত টিপটিপ পায়ে এগোব সেও সাধ্যি নেই । মাথার উপর সতীনের মতো কোকিল ডেকে ওঠে আচমকা । তাকে বারণ করবে কার সাধ্যি ? বসন্ত এলে সেও খোঁজে নিজের সঙ্গী ।
এই টিলা বাড়িছাড়া আমার কোন চেনা পথ নেই । অথচ তোমার কাছে যাব বলেই আমি বেলা থাকতেই সব কাজ গুটিয়ে নিয়ে পশ্চিম আকাশের রাঙা মেঘ দেখেছি । সেই লাল রঙ আস্তে আস্তে গাঢ় কালোতে মিশতেই বনপথ ধরেছি এমন হতাশ হতে হবে জানলে আমি এই অর্থহীন বিকেলের জন্য কিছুতেই অপেক্ষা করে থাকতাম না ।
No comments:
Post a Comment