Monday, November 6, 2023

সংকেত

সংকেত

অশোকানন্দ রায়বর্ধন

চাঁদের উদয় হয় । অস্তগমন তার আছে কিনা 
জানা নেই । মাঝরাতে চুপ হয়ে থাকা জলের ভেতর 
ঘরসংসার পাতে পূর্ণিমা ছেড়ে যাওয়া চাঁদ । কালো জলের শরীরে একাকী গৌরবদন
 চুম্বনের চিহ্ন রাখে । ঢেউ এলে সে পিরিতের পদাবলি 
মুছে যায় । শুধু চাঁদপানা মুখ জলের তালে 
কেঁপে কেঁপে ডিঙা বায় ।

এমনই প্রাচীন শোলোক মিথ হয়ে গিয়েছিল 
যমুনার জলে । আজো তাদের নিয়ে গান হয় । 
হালফিলের তরুণী বৌ-ঝি পালিয়ে যায় 
মোবাইলের সংকেতে । 

এ সবই অস্তগামী চাঁদের গূঢ় ইঙ্গিত ।

No comments:

Post a Comment