কোজাগরী
অশোকানন্দ রায়বর্ধন
হারানো পরম মুহূর্তগুলো সযত্নে তুলে
রাখে কোজাগরী রাত ।
সাঁঝবাতি নিভে গেলেই তার শরীর বেয়ে
উপচে পড়ে আলো আর আলো ।
সে আলোর আছে মাদক আকর্ষণ ।
আলোর ভাঁজে ভাঁজে সে তার নগ্ন
শরীর মেলে ধরে । নগ্নতার মাঝে
কোনো মিথ্যাচার থাকে না ।
কোনো ছলাকলাও নয় । আলোময়তা
শরীরকে সুন্দর করে নাকি শরীর
সুন্দর করে আলোকে ? লাখ টাকার প্রশ্ন
বাঁচিয়ে রাখে কোনো অতীতকথা ।
মৃতসঞ্জীবনী অনুভব মৃদু মন্দিরার শব্দে
এপাশ ওপাশ হেলে ঢলে পড়ে ।
ভোর না হওয়া পর্যন্ত কোজাগরীর
দায় থাকে জেগে থাকার ।
ক্ষণিকের বিভ্রমে নষ্ট হয়ে যেতে পারে
চাঁদের নগ্নতার পোষাক ।
No comments:
Post a Comment