Showing posts with label কবিতা ।. Show all posts
Showing posts with label কবিতা ।. Show all posts

Saturday, January 14, 2023

মায়াবয়ন

মায়াবয়ন
———---———————
অশোকানন্দ রায়বর্ধন
—————————————
জমানো পাতাগুলো উল্টে যেতেই হয় সামনের দিকে
ট্রাফিকনিয়মে দাঁড়ালেও থেমে থাকা যায় না
পেছনে নিঃশ্বাস ফেলে অগুনতি দ্রুত আরোহী
ফেলে আসা পথের ধুলো কখন হাওয়ায় উড়েছে
মুছে যায় সমস্ত মায়াচিহ্ন ফেরা তো যায় না

পেছনে মুছে গেছে আমার পায়ের কোমল দাগ
সমানে সামনে পা ফেলে আমি নিজেকেই হারাব 
 একদিন ৷ যেদিনের সংকেত জানা নেই আদৌ ৷

Saturday, May 28, 2022

কালু কামার

কালু কামার

অশোকানন্দ রায়বর্ধন

কালু কামার ৷ কে কালু কামার?  গায়ের রঙ কালো বলে কী কালু কামার?  নাকি কালো পাথরের সাথে ছেনিসঙ্গমে জাগিয়েছে প্রাণ তার জন্যে? যে দেবতারা জীবকে সৃষ্টি করে বলে অহংকৃত মিথমগজ জনারণ্যে দাপিয়ে বেড়ায়,  সেই দেবতার জন্মদাতা কালু কামার? 

এতোবড়ো ধৃষ্টতার জন্যেই ঊনকোটি দেবতারা স্বীকৃতি দেওয়ার সাহস পেলি না তোদের জনককে ৷ 

পরিচয়হীন কালু কামার ৷ মজাদার বাক্যবন্ধের জন্যে বিখ্যাত যে রমাকান্ত কামার ৷ তেমন কেউও হতে পারল না কালু কামার ৷ 

যুগে যুগে  পাহাড় কন্দরে জন্ম ও লালনে দেবতা গড়ে তোলে  তিলে তিলে ঘাম ও রক্তে ৷ 
নিভৃত লুঙ্গায় মশালের আলোয় আর মশার কামড়ের যন্ত্রণা ভুলে যে দেবকুলকে গড়ে তোলে কালু কামার, 

ত্রিভুবনবাসের আভিজাত্যে তারা কালু কামারকে চেনে না ৷ পিতা নেই তাদের ৷ তাদের গোষ্ঠীপতি স্বয়ম্ভুনাথ ৷ ঊনকোটিপতি ৷

কালু কামার আজো সাব অল্টার্ণ একলব্যপ্রতিম ৷