Tuesday, October 19, 2021

কালো দলিল

কালো দলিল

অশোকানন্দ রায়বর্ধন

সময়ের চাকার সাথে সাথে বদলে যাবার কথা
আদিম ধারনা, পুরোনো পোষাক । 
আধুনিকতা আসবে
কলাপাতার নবীন রঙে ।

 লোকায়ত সব তহবিলের থাকেনা 
কোনো চাবি কিংবা আলতারা
অথচ সেইসব পুরোনো গোষ্ঠীযুদ্ধ 
জিনগত পাপের মতো 
মননে গেঁথে থাকে ।

সেইসব ঘুমন্ত কীটকুল  চাড়া দিয়ে ওঠে
অজানা গুজবের অন্ধ আবেগে ।
মধ‍্যযুগের পাতা ছিঁড়ে খুঁড়ে 
ওড়ে কালের বাতাসে ।
মানুষের বিবেক তখন আবার অমানুষ হয় । 
আর এক কালো দলিল সংখ‍্যায় বাড়ে ।

ঘরে ঘরে ডাক পাঠাল

ঘরে ঘরে ডাক পাঠালো......
******************************
মাটির প্রদীপের শিখা মাটির বুকে তির তির করে জ্বলতে থাকুক কিংবা অট্টালিকার কার্নিশে কার্নিশে সমবেত বৃন্দশিখায় মেতে উঠুক তাদের সম্মিলিত কুচকাওয়াজ এই ধরণীকে মাতিয়ে তোলার জন্যেই নিবেদিত ৷ ভুবনপুরের অন্ধকার দূর করার জন্যেই নিবেদিত প্রাণ নিভৃতে তৈলাধারে সংরক্ষিত রসদকে পাথেয় করে আলোকবন্দনায় রত ৷ যে রাতকীটসমূহ তাদের পক্ষবিধূননের মাধ্যমে বাধার সৃষ্টি করে আলোকযাত্রার সুরম্য উপাসনার, তার কোনো প্রতিবাদ করে না আলোকদল ৷ আজ যে আলোকোৎসবের ক্ষণ ৷ আজ শুধু আলোদান আর আলোকিত হওয়ারই ব্রতক্ষণ ৷ সমবেত আলোবিতরণে নিজেও স্পষ্ট হয়ে ওঠে আলোপ্রদীপ ৷ অপরকলঙ্ক বিকশিত করা  আজ আলোকাভিসারীর অভীষ্ট নয় ৷ তিমিরনিশার কলঙ্ক ঘুচানোর, আলোকস্নানে স্নিগ্ধ করার সপ্রদীপ মহড়়া এরাতের লক্ষ্য ৷ অন্তহীন অন্ধকার পথযাত্রীর হাতে আলোকবর্তিকা তুলে দেওয়ার মাঝে পবিত্র হওয়ার যে কুম্ভস্নান সেই স্নানে সিক্ত হয়ে দূরীভূত হয় অন্তরের তমসা ৷ সেই মহাহোমের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশীদার হলেও এক পরম তৃপ্তি পরমানন্দ ৷ আলোর দীপালিকা সেই চিরানন্দের বার্তাবাহক ৷ পবিত্র স্নাতক ৷ আসুন আলোকস্নাত হই অফুরন্ত আলোকুম্ভে ৷

Friday, October 8, 2021

সু র

ভেবেছিলাম তোমার শরীরের স্পষ্ট আকাশ
আরো স্বচ্ছনীল হয়ে ভেসে উঠবে
বাহা শাড়ির জমকালো আচ্ছাদন  ছিঁড়ে বেরিয়ে পড়বে বিস্ফারিত ভূগোল

এই কাশের মেলায় উজ্জ্বল দোলা চাই
তোমার জীবনার্ত বিভঙ্গে
পিপাসা মেটাবার মিনারেল জল যেমন শোভন শোকেসে সেজেগুজে থাকে

তুমি  তেমন হলে
বুকের মধ্যে অদৃশ্য ঘন্টি
করুণ শাস্ত্রীয় সুরে 
বেজে যাবে বেজেই যাবে

Tuesday, October 5, 2021

জী ব ন

বিসর্জন থেকে ফিরে এলে
অমোঘ স্নানে মনন সিক্ত হয়

জলবিন্দু মাখা শরীরে মুক্তো হেসে ওঠে
কোলাহল স্তিমিত হয়ে জাগে শান্তকাল

মিলনের ভাঙনে যেন
আবার সৃজনের ভিতে ঢালাইয়ের আস্তর বিছানো হয়

ধীরঘুম থেকে চোখ তোলে জীবন


শরৎ শান্তি

শরৎ শান্তি

এখন শরৎকাল ৷ আমরা মেতে উঠছি উৎসবে ৷ 
আসলে কী শরৎকাল?  আসলে কী উৎসবের ঋতু এখন?
এই কিরাতপ্রদেশ থেকে এখনো অরণ্য যায় নি অগস্ত্যের পথে ৷
এখনো পাহাড়ে পাহাড়ে সবুজ আবিরের মাখামাখি ৷ স্বাধীন সবুজের সমারোহ ৷
স্বাধীন বলছি এই জন্যে, এইসব অফুরান প্রাকৃতিক রঙগুলো 
আজ আর স্বাধীন নয় ৷এরা এক একটি রাজনৈতিক প্রতীক ৷
 সিঁথিরঙ লাল একদলের, সন্ন্যাসচিহ্ন গেরুয়া একদলের, তরুণ ঘাসের সবুজে চিহ্নিত হয় আর কোনো দল ৷
তবুও  কিরাতঅরণ্যের গায়ে মাখা সবুজ
তার চিরবান্ধব ৷ আজন্মপরিচয় ৷ আজো তার
শিখর থেকে নদীবিছানা সবুজকে জড়িয়ে আছে
 আশরীর৷
তারপরেও এই শরৎ কোন সীমান্তের কাঁটাতারের ওপারে আটকে আছে ৷
এখনো এই প্রদেশের দূরবর্তী কোনো শান্ত নিভৃত গাঁয়ে তাপমাত্রার পারদ
চৈত্রের দুপুরকে ছাড়িয়ে যায় ৷
আকাশের উদ্দাম নীল এখনো কালো মেঘের গর্জনের ভয়ে
পালিয়ে বেড়ায় ৷
রাতের ঘাসের কোনো তাগিদ নেই শিউলির জন্যে হিমের বিছানা পেতে রাখবার ৷ কুয়াশা ঝরে না মৃদু ও নিঃশব্দ ধারাপাতে ৷
 তবুও এই আগুনের আঁচে র মধ্যে আমরা উৎসবকে আবাহনের জন্যে অন্তরের বরণডালা সাজাই ঘরে ঘরে ৷ উৎসবের সিরিজ আমাদের সাথে এগিয়ে চলে  ধনী নির্ধন নির্বিশেষে ৷ ####################
এপারে মানুষ, ওপারেও মানুষ ৷ এই মানুষের হৃদয়ের রঙ লাল৷ ওই মানুষের হৃদয় রক্তিম বরণ ৷
তবু দুই পারের মানুষের মাঝে কাঁটাতার কেন?  কারা দিনরাত একে তাতিয়ে যায়, ওকে উস্কে যায় অবিরাম ৷
যাদের গোলায় মজুদ মারণাস্ত্রগুলো জং ধরতে ধরতে বাজারে তোলবার অযোগ্য হবার ভয়ে আর লোকসানের দুশ্চিন্তায় ঘুম আসে না তারাই দিনরাত কানমন্ত্র দিয়ে যায় কখনো ডান কানে, কখনো বা বাঁ কানে ৷ বিষমন্ত্র শুন শুনে ক্রমশ তলিয়ে যায় দুপারের বিবেক ৷ হাত পা ছুঁড়তে শুরু করে পরস্পরের বিরুদ্ধে ৷ ক্রমে ক্রমে ক্রোধের পারদ চড়ে ৷ উৎসবের মঞ্চ ভেঙে পড়ে ৷ একে অন্যকে ঘায়েল করাই উৎসবের উন্মাদনা ৷ঢাকের কাঠি হয়ে যায় রণদামামা ৷অদৃশ্য নির্দেশকের বাঁশি বেজে ওঠে এক বীভৎস ইঙ্গিতের ভাষায় ৷ লুকায় শান্তি,  হারায় উৎসব ৷ মৃৎপ্রতিমা নয় ৷ মৃত্যুপ্রতিমা কাঁধে কাঁধে চলে শোকভাসানে যেন ৷ এই শরতের ধাবমান নীলের শরীরে চলো আমরা  গুঁজে দিই সাদা সাদা পালক ৷ শান্তির নিশানের মতো যারা উড়ে বেড়াবে সারা আকাশ জুড়ে ৷ 
এসো বন্ধু, এসো প্রিয় পড়শি, আমাদের ধুনুচি নাচের ধ্রুপদী ধোঁয়ায় একসাথে মেশাই ভালোবাসার মুখর সুবাস ৷
 বলো,  বলো হে সবাই একসাথে, একই ঐকতানে - শান্তি, শান্তি এবং শান্তি আসুক নেমে আমাদের প্রতিটি চৌকাঠে ৷

Friday, October 1, 2021

ব‍্য থা

তুমি তো এলে মাগো
ঘাটের সেঁউতি সোনারই রয়ে গেল

আজও আমার মতো করে
বইতে পারলাম না

অর্থহীন সুন্দর গড়াগড়ি যায়