Wednesday, February 15, 2017

আ ত্ম জী ব নী


অশোকানন্দ রায়বর্ধন 
11 জানুয়ারি অসমের ডিব্রুগড় শহরে জন্ম ৷ বাবা প্রয়াত মনোরঞ্জন বর্ধন এবং মা প্রয়াত ঊষারানি বর্ধন ৷ বাবা চট্টগ্রামের বিপ্লবী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে  ইংরেজ শাসকদের চোখে ফাঁকি দিয়ে বার্মা হয়ে অসমের চা বাগানে আত্মগোপন করেন ৷পরে ডিব্রুগড় মেডিক্যাল কলেজে চাকরি নেন৷ বাবার চাকরির সুবাদে অসম থেকে ত্রিপুরার শেষ প্রান্ত পর্যন্ত জীবনের দীর্ঘসময় কাটিয়ে বর্তমানে ত্রিপুরার প্রান্তিক মহকুমা শহর সাব্রুমে স্থায়ীভাবে বসবাস করছেন ৷ ভ্রাম্যমান জীবনের সুবাদে উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের জীবন ও সংস্কৃতি গভীরভাবে প্রত্যক্ষ করেছেন ৷
  পড়াশুনো শুরু ডিব্রুগড়ের অখন্ডমন্ডলেশ্বর বিদ্যালয়ে ৷ পরে  ত্রিপুরার পেচারথল, বক্সনগর থেকে প্রাথমিক শিক্ষা এবং কুলাই হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক  উত্তীর্ণ ৷ বিলোনিয়া মহাবিদ্যালয় থেকে স্নাতক, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষাও সাহিত্যের স্নাতকোত্তর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বি এড শ্রী রায়বর্ধন দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত থেকে এবং বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করে এবছর জানুয়ারি মাসে সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ৷
কিশোরকাল থেকে কবিতার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু ৷বিদ্যালয়ের সাহিত্যপত্রেরও সহ-সম্পাদক ছিলেন একসময় ৷ কবিতায় হাতেখড়ি এবং স্বচ্ছন্দ হলেও রাজ্যের আঞ্চলিক ইতিহাস, লোকজীবন ও সংস্কৃতির অনুসন্ধানী গবেষক ও লেখক ৷ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁ বহু গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে ৷ 2013 সালে তাঁকে 'স্রোত' সাহিত্যসম্মান দেওয়া হয় ৷
বাউলস্বভাবের অনাড়ম্বর ব্যক্তিগত জীবনযাপনের পাশাপাশি সর্বক্ষণ সামাজিক কর্মকান্ডের মধ্যে জীবনের অফুরন্ত রস ও আনন্দের সন্ধান করেন ৷ প্রচারের আলোকের বাইরে নিভৃত সাহিত্যসাধনায় নিজেকে নিমগ্ন রাখতে চান ৷ ত্রিপুরার জনজাতিদের বেশ কয়কটি ভাষা তিনি জানেন ৷এই গ্রন্থটিতে ত্রিপুরার মগ জনগোষ্ঠীর উপর দুটি বিশ্লেষণধর্মী প্রবন্ধসহ বেশ কয়েকজন জনজাতিগোষ্ঠীর গবেষকের মূল্যবান গবেষণামূলক লেখার সমাবেশ ঘটিয়েছেন ৷


লেখকের প্রকাশিত গ্রন্থ
• ত্রিপুরার লোকজীবন ও সংস্কৃতি / ভাষা,আগরতলা ৷
• বিনীত চুম্বন / স্রোত প্রকাশনা, কুমারঘাট ৷
•ত্রিপুরার লোকসংস্কৃতির উৎসসন্ধান ও বিষয়বিন্যাস / স্রোত প্রকাশনা, কুমারঘাট


No comments:

Post a Comment