তুমি যখনই ডাকো যেন ভোরাই ছুটে আসে
শিলাছড়ির ওপারের আলুটিলা মোন্ তার উঁচু ও বিশাল
শরীর বাড়িয়ে আমাকে দেখে হেসে ফেলে৷ নিখাদ অট্টহাসি তার ৷ এবং নিটোল ৷
তার পেছনে লুকিয়ে থেকে কে যে আগুনে গুলাল
ছুঁড়ে মারে মেঘের সাদা পোষাকের উপর
তোমার ডাকের ভেতর থাকে নির্জন ইশারা
আমি সম্মোহিতের মতো জেগেও তন্দ্রাতুর
তুমি নিশির ডাকে ঘিরে ফেলো আমাকে ৷
No comments:
Post a Comment