গাছটি তার শরীর দিয়েছে ছড়িয়ে
গাছটি তার শেকড় বিস্তার করেছে অনেকদূর
গাছটি প্রাচীন ও প্রাজ্ঞ
তারই ছায়ায় বেড়ে উঠেছি আমি
জড়িয়েছি তার সাথে শরিকী বিবাদে
মাঝে মাঝে নিজেকে ভেবেছি তার সমান কিংবা আরো বড়ো
অবিরাম নিন্দাগানে মজেছি
ভেবেছি তার ডালপালা ছাঁটার কথা
মাথার ছাদ না থাক
বেড়ে ওঠাই বড়ো কথা
এভাবে আমার শিল্পনৈপুণ্যে
মহীরুহ শেষ
আর এক অর্বাচীন গাছ মাথা ঠেকিয়েছে আকাশে ঝড়ো হাওয়া ঠেলে
প্রাচীন বৃক্ষের পতন হয়েছে নিঃশব্দে
আমিও শীর্ণকায় ও শূন্যতাময়
No comments:
Post a Comment