Friday, September 13, 2019

ঘু ঙু র লি পি


রাতঘুঙুরের সুরবাহারি শিসে জেগে ওঠে সুপ্ত তারা
মেঘের জমাট জীবাশ্মের শরীর ছুঁয়ে হেঁটে যাই নিঝুম
স্নায়ুর ভেতর বেজে ওঠে বুনো মাদল দুরন্ত আওয়াজে
হরিনীরা ঈশ্বরীর মতো ঘুরে বেড়ায় জোছনার ঘাসবনে

প্রাচীন ঘরের সব দরোজায় শেকল টেনে বেঁধে রেখে
আত্মপ্রসাদে নিশ্চিন্ত হই কাঁটাতারের আড়ালে
বিষাগোধূলির ভদ্রাসন ভুলে পর্ণমোচী সুখের ইসারায়
জমি- জিরেত, পুকুর-কুটুম্ব ফেলে যাই ৷ গ্রস্ত হই নিকষ আঁধারে ৷

শতাব্দীপ্রবীন ভূভাগের বুক জুড়ে যখন কান্নার সুর বাজে
দেখি যতো পিতৃপুরুষেরা গান ধরেন বিচ্ছেদী উঠোনে
আমরা পরস্পর চোখে চোখ রাখতে পারি না কেন যে
চেয়ে থাকি দিগন্তের দিকে কখন ভেসে উঠবে আলোকের গান

মাঝে মাঝে ঘুম ভাঙে ৷ প্রাগৈতিহাসিক ঘুম টুটে আমাদের ৷
তখন হৃদয়ে আলোড়ন তুলি, আমরা সব কাতর কবিয়াল ৷

No comments:

Post a Comment