অসুখ নিয়েই কী আমাদের চলে যেতে হয়
হাত গুটিয়ে বসে থাকা অশ্বিনীসন্তান
কার নির্দেশ মান্য করে
কালঢেউ গুমরে উঠেও
নিস্তরঙ্গ গুজরান মেনে নেয়
অসুখ কে ছড়ায়? কার ঝোলায় লুকোনো মারণ ভাইরাস?
চুম্বনের উষ্ণতা ধরে রাখার সাধ্য থাকে না
নিষাদের তির তাক করা
ফেঁসে যাওয়া কারবাইনও গর্জে ওঠে
অসুখের ভেতরেও পথে নামে মানববন্ধন
হাতে হাতে সংক্রামিত উত্তাপ হৃদয়গোলাঘরে
পদাবলির অক্ষর দেববৈদ্যের দরজায় সেঁটে যায়
'এই করুণসন্ধ্যার দীপাবলি ফুঁ দিয়ে নেভানো বারণ'
No comments:
Post a Comment