Wednesday, December 4, 2024

বঙ্কিমের একটি রাতের উপন্যাস ও অন্যান্য রচনা–বাঁধন চক্রবর্তী

বাঁধন চক্রবর্তী ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গল্পকার ও প্রাবন্ধিক । তাঁর আরেকটি পরিচয় তিনি রাজ্যের বিশিষ্ট তবলাশিল্পী ও শিক্ষক । সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষকতা নিয়ে তাঁর কর্মময় জীবন । তাঁর নিজেরই প্রকাশনা সংস্থা জয়ন্তী প্রকাশনী থেকে বেরিয়েছে 'বঙ্কিমের একটি রাতের উপন্যাস ও অন্যান্য রচনা' । ছোট্ট অবয়বের এই গ্রন্থটিতে বঙ্কিম বিষয়ক চারটি ছোটো বড়ো লেখাসহ রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রবিষয়ক মিলিয়ে আরও নয়টি লেখা রয়েছে । 'বঙ্কিমচন্দ্রকে পেতাম না যদি–' প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্রের জীবনের এক অত্যাশ্চর্য ঘটনার উল্লেখ করেছেন । যার ফলশ্রুতিতেই বঙ্কিমচন্দ্রের পৃথিবীর আলো দেখা । বাংলাসাহিত্যও এমন একজন শক্তিধর লেখককে পেল । পরবর্তী প্রবন্ধ 'প্রথম গ্রেজুয়েট বঙ্কিমচন্দ্র'–তে তাঁর উচ্চশিক্ষালাভের অর্থাৎ বি এ পাশের কথা আছে । সেবারে বঙ্কিমচন্দ্র ও স্যার যদুনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম বিয়ে পাস করেন । 'বাংলাসাহিত্যে প্রথম' লেখাটি বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাসের উল্লেখ করেছেন, যেগুলো বিষয়ের দিক থেকে বাংলাসাহিত্যে প্রথম রচিত হয়েছে । তেমনি বঙ্কিমের 'একটি রাতের উপন্যাস' লেখায় বঙ্কিমের উপন্যাসে রাত্রিকালীন দৃশ্যের বাহুল্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 'দুর্গেশনন্দিনী'কে বিশেষভাবে আলোচনায় টেনে এনেছেন । উপন্যাসটির বিভিন্ন পরিচ্ছেদ থেকে এই চিত্রকল্পের উদাহরণ লেখক এখানে মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরেছেন । শরৎচন্দ্রের সংগীত প্রতিভার কথা উল্লেখ করেছেন 'গায়ক শরৎচন্দ্র' লেখাটিতে ।

সমস্ত মানুষের মধ্যে অন্তর্নিহিত এক সত্তা রয়েছে । এই সত্তা মানুষকে অসীমের পথে এগিয়ে নিয়ে যায় । রবীন্দ্রনাথ এই সত্তাকে পরমসত্তা বলেছেন । এই সত্তা আনন্দময় । এই সত্তার প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করাই হলো ধর্মবোধ । আর এই ধর্মবোধ অর্থাৎ পরমসত্তাকে ব্যক্তিরূপে কল্পনা করে যে ভক্তিবোধের প্রকাশ তাকে ঘিরে রবীন্দ্রনাথের জীবনদেবতা'তত্ত্ব । তিনি এক জায়গায় বলেছেন, 'এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাঁহাকে আমার কাব্যে আমি 'জীবনদেবতা' নাম দিয়েছি ।' ( আত্মপরিচয়, রবীন্দ্ররচনাবলী, চতুর্থ খন্ড, বিশ্বভারতী, পৃষ্ঠা, ২৩১ ) । রবীন্দ্রনাথের বিচিত্র ও বহুমুখী প্রতিভাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে এবং তাঁর 'জীবনদেবতা'তত্ত্ব সম্পর্কে বিস্তৃত বর্ণনা করেছেন লেখক 'বহুমুখী প্রতিভায় রবীন্দ্রনাথ ও জীবনদেবতা' প্রবন্ধে । এছাড়া 'সালাম একুশে ফেব্রুয়ারি', 'সন্ন্যাসী রাজা', 'জত্তো-সব', 'শিল্পী যখন চোর ধরেন', 'তালের দেশ' ইত্যাদি শিরোনামে চমকপ্রদ কয়েকটি এক প্যারার লেখা রয়েছে । ফ্লোরেন্সের বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির শিল্পীজীবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে 'প্রথম পুরুষ' লেখাটিতে । শেষ লেখাটি একটি সংক্ষিপ্ত ভ্রমণবৃত্তান্ত । ছত্তিশগড়ের ডোঙরগড় এর বিমলাশ্বরী দেবীর মন্দির ও ভূতনাথ গুহা ভ্রমণের পাশাপাশি ডোঙরগড়ের ইতিহাস ও সংস্কৃতির কিঞ্চিৎ বিবরণ দিয়েছেন  লেখক 'হাজার এক সিঁড়ি বেয়ে'-তে । পড়ে ভালই লাগে ।

ষাটপৃষ্ঠার এই ছোট্ট বইয়ের প্রচ্ছদ, বাঁধাই খুব সুন্দর । সম্পাদনার সময় বানানের প্রতি যত্নের দুর্বলতার ছাপ রয়েছে । অন্যথায় বইটি অনুসন্ধিৎসু পাঠকের তথ্যের ভান্ডার হিসেবে কার্যকরী হবে ।

'বঙ্কিমের একটি রাতের উপন্যাস ও অন্যান্য রচনা'-বাঁধন চক্রবর্তী, জয়ন্তী প্রকাশনী, আগরতলা, মূল্য ৩৫ টাকা মাত্র ।

No comments:

Post a Comment