Wednesday, December 25, 2024

আপনি

আপনি

অশোকানন্দ রায়বর্ধন

আপনি কি রঙের জামা পরেন তা কেউ দেখে না ।
তাই কেউ বলেন আপনি সাদা জামা, 
আপনি নীল জামা অথবা‌লাল জামা ।
আপনার রঙ নিয়ে হয় চুলচেরা গবেষণা 

 বিপননশিল্পেও নেই । আপনি জমি কেনাবেচায় কাটমানি খান না । গোপনে জায়গামতো ত্রাণ বিলি করেন না ।
আপনি চলেন আপনখেয়ালে ।

আপনি মশাই বনেদি ক্লাবের মেম্বার হতে পারলেন না । আপনি অযোগ্য । আপনি সখের বোটের সেই বাবুমশাই ।

আপনার মোবাইল নম্বর সবাই জানে । ঠেকলেই ফোন করে আপনার কুশল জানবে । ইনিয়ে বিনিয়ে কাজ গুছিয়ে নেবে ।

কাজ ফুরোলেই পাজি আপনাকে কুৎসার মালায় সাজাবে ।
আপনি বড্ডো হ্যাংলা মশাই, কিসস্যু বোঝেন না ।

আপনার কবিতা, পড়াশুনো সব পন্ডশ্রম ।
এগুলো আপনার চারপাশে যারা আছে তাদের ঈর্ষামত্ত করে । 
ওরা পরের জা'গা পরের জমিনে বসত করে
আপনাকে বাস্তুহারা করার পায়তাড়া কষে ।

চারদিক থেকে ঢিল, উড়োচিঠি, গণবিরোধ এলেও
আপনি শীতলপাটিতে চিৎ হয়ে শুয়ে বসন্তের জোছনা দেখেন ।
আপনি বড্ডো বেহায়া তো ! আপনাকে
 কে বলেছে সমাজে থাকতে !

আপনার বুকে এত আবেগ এত কান্না
 আর এত উদাসীনতা কেন হে !
আপনি তো আমাদের হিসেবে একেবারে অনুপযুক্ত, মশাই ।

No comments:

Post a Comment