Monday, November 24, 2025

শীতের পত্র

শীতের পত্র

অশোকানন্দ রায়বর্ধন

শীত পা রেখেছে আমার এই না শহরে এখন 
দ্রুতরাত নামে । দোকানের সাটারের ধাতব পতন 
ঘরে ফেরার সংকেত । উত্তরের হাওয়া তীব্র শীতের 
ঝটকায় উড়ে চলে যায় । তপন রায়ের বন্ধ দোকানের 
সামনে পাতাহারা কাঁঠালগাছটিতে নিয়ন আলো পড়ে 
কঙ্কাল মনে হয় । নিচে শুকনো পাতারা বিছানা গড়ে ।

মনে হচ্ছে শহরে ছড়ানো ভালোবাসার যত পিগিব্যাংক 
রাতের আঁধারে কেউ এই শহর থেকে নিচ্ছে লুঠ করে ।
ওদের কালো পোশাক আর মুখোশ সিসিক্যামে ব্ল্যাংক–
সফল অভিযান শেষে কালো পোশাক ফিরে যায় ঘরে ।
তখনই কোন প্রিয়জন বর্ষাবাসে গেলে মনে হয়– 
এই শীত, এই হিমরাত আমাদের মন খারাপের সময় ।

শীত এলেই কি আমাদের প্রত্যেকের মন খারাপ হয় ?
অথবা কেবল মন খারাপের দোহার এই শীতের সময় !
স্বজনের কাছে যে সুজন এসেছিলেন বসন্তে বা বৈশাখে, 
মন খারাপের রয়্যাপারে ঘিরে রাখতে চাই তাঁকে ।
থাকুন তিনি উষ্ণ আবেগে থাকুন হৃদয় জুড়ে,
কর্মের দুনিয়ায় যেখানেই থাকুন কাছে কিংবা দূরে ।

No comments:

Post a Comment