সময় এখন বড়োই খারাপ সময় মিতবাক
হাজার চোখে দেখেও দেখেনা অন্ধের চিচিং ফাঁক
আকাশ থাকে স্তব্ধ হয়ে বাতাস বধির প্রায়
মুখ গুঁজে সব বালির বুকে যার যাবে তার যায় ৷
ক্রুদ্ধ হবে? প্রতিবাদটা করবে কেমন করে
সাদা পোষাক রাজার সেপাই চারদিকে যে ঘোরে
গোপন হুকুম চুপ থাকো সব বন্ধ রাখো চোখ
হল্লা শুধু করতে পারবে রাজার আপন লোক ৷
শোকের মহড়ায় ব্যস্ত মহল্লা নীরবতার পরোয়ানা
শব্দ তোলা বারণ কেন আরোপিত অজানা
বুকের ভেতর দামামা বাজে সমুদ্রের গর্জন
হচ্ছে বোধন হাজার ঘরে দেবীর আবাহন ৷
সময় ভীষণ খারাপ এখন সময় গতিহারা
তবুও এক নিঃস্ব বাউল শূন্য মাঠে ঘুরে
জাগরণের গানের সুরে কণ্ঠ বাঁধনহারা
মধ্যরাতের বাথান পেরোয় ভোরের আশা করে ৷
No comments:
Post a Comment