নদীকে মা বলে জেনেছি আমার সত্তা নদীমাতৃক
হে পূণ্যতোয়া তোমার পানিতে জুড়াই শরীর তোমার পানিতে আমার শস্য ও সম্পদ তোমার জলেই তো আমার পিতৃপুরুষের তর্পন
কেন তবে শীতলতা হারায় শীতলক্ষ্যা কেন তবে ক্ষীরের বদলে ভাসে রক্ত ভাসে হাজার রক্তজবা
No comments:
Post a Comment