Thursday, June 10, 2021

ন। দী ও না রী

নদী ও নারী
অশোকানন্দ রায়বর্ধন

এই বিষন্ন বদ্বীপ অতি ছোটো হলেও তোকে ঠাঁই দিয়েছে ৷
এই পললভূমির বুকের বিশালতা দেখে আমি মুগ্ধ হই ৷
 নদীর গর্ভদেশ থেকে জেগে উঠা ক্ষণজন্মাও জানে আশ্রয়দানের মর্ম
 অথচ আমরা নদীকে কীচকের মতো বধের উদ্দেশ্যে টানা হ্যাঁচড়া করি ৷
যুদ্ধে জেতা রমণীর দখল নেবার মতো দ্বন্দ্বে মাতি ৷

আমাদের হৃদয়ে এখন আর কোনো মানুষ নেই ৷ কোনো মানুষের হৃদয় নেই ৷
শূন্যরেখা বরাবর অসহায় দেবীপ্রতিমা বিসর্জনের অপেক্ষায় 
ঝড়জলকেই আঁকড়ে ধরে জীবন খুঁজে বেড়ায় ৷
নদীজীবনই ভাগ্যফল জীবননদী জুড়ে ৷
আর দুপারে সারি সারি রোবোমানব নির্দেশের অপেক্ষায় ৷

সতীদাহ দেখিনি ৷ চাইওনা সে কালো চিতা আবার ফিরে আসুক আগুনের হিংস্র শিখা নিয়ে 
অথচ দেখি দুপারে তাক করা অস্ত্রের উল্লাসের মাঝে
নদীর শূন্যরেখায় অদৃশ্য চিতাকাঠ জ্বলে ওঠে অচেনা সতীর সামনে ৷
 
আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ
আকাশতলে একলা মায়ের কান্না শুনে যান ৷
মাটির উপর থাকব কিনা তার নাই ঠিকানা
তবুও মাটির দখল নিতে গড়ছি সীমানা ৷ 
আর কটা দিন সবুর করে মা পাবে তার ঘর 
ঝড়বাদলে রৌদ্রে জলে কত কষ্টের পর?

ছবিঋণ  :  প্রসেনজিৎ বৈদ্য

No comments:

Post a Comment