আরবি 'হুক্কা' শব্দ থেকে হুঁকো শব্দটি এসেছেে ৷ যার অর্থ 'গোলাকার কৌটো' ৷ নোয়াখালি, চট্টগ্রামসহ ভাটিবাংলার অনেক জায়গায় হুঁকো বোঝাতে চলে ডাবা নামে শব্দটি ৷ ডাবা ( বিশেষ্য)> নারিকেলের বড় খোল/মালা/আঁচ্চি বা মাটির পাত্র যুক্ত তামাকসেবনের ধোঁয়াযন্ত্র বিশেষ ৷আবার বাঁশের তৈরি উপজাতীয়দের ব্যবহার্য হুঁকোকেও ডাবা বলে ৷
ডাবা (ক্রিয়া)> চাপা দেওয়া প্রোথিত করা ৷
আবার
ডাব্বা ( বিশেষ্য) > ট্রেনের বগি ৷
সচরাচর হুঁকো তিনরকমের ৷ পিতলের হুঁকো ৷ নারকোলের খোলের বা মাটির হুঁকো বা থেলো হুঁকো ৷ বাঁশের হুঁকো ৷ পিতলের হুঁকো (নলযুক্ত) হল গড়গড়া বা ফরসি হুঁকো ৷ নারকোলের মালার হুঁকো হুক্কা ৷ আর বাঁশের হুঁকো হল ডাবা ৷
প্রবাদ
ফ্যান দিয়া ভাত খাইয়া গপ্প মারি দই
মাটির হুক্কাত তামুক খাইয়া গড়গড়াডা কই ৷
ছান গরি থামু (তামাক) খায় জ্বরের লাই
বুড়াকালে বিয়া গরে পরর লাই
( চট্টগ্রামী প্রবাদ)
ধাঁধা
জনম গেল দুখে
বুকে আমার আগুন দিয়ে
থাকো অনেক সুখে
কবিতায়
হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে ব্যাটা বুদ্ধির ঢেঁকি
( পুরাতন ভৃত্য-রবীন্দ্রনাথ ঠাকুর)
ছড়া
গড়গড়ার মা লো তোর গড়গড়টা কই
হালের গোরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই
No comments:
Post a Comment