আয় জীবন আয়...
মা ছুটছেন । মা ছুটছেন । রাতের ঘরোয়া পোষাক আলুথালু । কোথায় যাবেন এত রাতে ? কোথায় আশ্রয় ? পেছনে দগ্ধ ভদ্রাসন । রাজপথে আগুনের লেলিহান শিখা । আর কালো ধোঁয়ার কুন্ডলী । দম বন্ধ হয়ে আসে । কানে আসে শিকারীর পশু ঝলসানোর বীভৎস উল্লাস ! মা ! মা ! কই যাও মা ! আমারে লইয়া যাও । আমিও যামু তোমার লগে । মা...আ....আ.....আ......।
এত রক্ত কেন ? কেন এত রক্ত ? কেন এত আগুন ? এত আগুন কেন ? বীভৎস ধোঁয়া ! অন্ধকার মেঘের মতো ধোঁয়া ! দৈত্যের মতো বিস্তৃত শরীর মেলে আকাশ ঘিরে ফেলে । আগুন আর ধোঁয়ার মিশেলে ভয়ংকর মারণ যজ্ঞশালা । অশ্বের হ্রেষা । অস্ত্রের ঝনঝন ।
যাজ্ঞসেনী পড়ে আছেন দ্যূতসভার ভূমিতে । প্রাণপণ প্রয়াস সম্ভ্রম রক্ষার । বস্ত্রাঞ্চলে পাশবিক টান । রজরক্তে লাল স্ফটিকফ্লোর ।
জতুগৃহের যজ্ঞাগ্নির শিখা ঠেলে বেরিয়ে আসুক দগ্ধপ্রাণ । জীবনের ভান্ড । স্বাহা ও সহায় ।
No comments:
Post a Comment