তোমার খোঁজ চলে শেকড়ে ও শিশিরে
ফেরারি মেঘ আকাশকে ভুলিয়ে
চলে যায় নৌকো বেয়ে
বুকের ভেতর জলছত্র গান
বিপন্নতার বিষাদপতাকা নেড়ে
সন্ধ্যামাদুরের কাছে
ঘন হয়ে আসে
আকাশের ঠোঁটরঙা সন্ধ্যার দিকে
চোখ রেখে আউলাঘরের
পাশেই দেখি আমার পারঘাটা
ছায়ামাঝির অপেক্ষায় আছে
মায়ানোঙর আর কৃষ্ণডিঙি
No comments:
Post a Comment