Monday, November 22, 2021

আত্মকথন

#খুব ছোটোবেলার কথা ৷ আমি তখন বাল্যশিক্ষা পড়ি ৷ একদিন মা তাঁর ট্রাংক খোলার পর লক্ষ করলাম সেখানে 'মহিলা' নামে একটা বই ৷ বাল্যশিক্ষা ছাড়া যে আর কোনো বই থাকতে পারে সে বয়সে তা আমার জানা ছিলনা ৷ মূলত সেটা ছিল সেসময়ের মহিলাদের মাসিকপত্র ৷ সেটা খুলে দেখেছিলাম পরপর কয়েকটি পৃষ্ঠার ওপরে 'বেনের মেয়ে' লেখা ৷ পরে জেনেছিলাম হরপ্রসাদ শাস্ত্রীর ( ৬ডিসেম্বর ১৮৫৩— ১৭নভেম্বর ১৯৩১)  'বেনের মেয়ে' উপন্যাসটি প্রথম মহিলা মাসিকপত্রে প্রকাশিত হয়েছিল ৷ পরবর্তীকালে এই উপন্যাসের অংশবিশেষ 'আশ্বিনের ঝড়' নামে আমাদের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হয়েছিল# ৷

No comments:

Post a Comment