Monday, December 27, 2021

দুটি কবিতা

১.

হে শীতের হিম, তুমি অসফল হবে জেনেও সারারাত শিশিরে ভিজিয়ে দাও ঘাসের শরীর বিনিদ্র সেবিকার মতো ৷

তোমার উদার পারানির আশায় সারারাত 
জেগে কাটায় সমবেত  ঘাসপরিজন ৷


২.
আঙুল কেটে কলম বানিয়ে যে রক্তের আখর লিখেছো প্রান্তিক কবি
তার পাঠ হবে কোন পাঠশালায়
কবে আর সেই পাঠ নিয়ে ভূমধ্যরেখার দুই পাশে বানাবো বিনম্র বাগান ৷ যেখান থেকে ফোটা ফুলের সৌরভ ছড়াবে দশদিগন্তের 
পাতার কুটির থেকে আকাশমিনারে

কবির আঙুল কবে যে নির্দেশক হয়ে উঠবে প্রেমের পদাবলিতে

No comments:

Post a Comment